Ajker Patrika

২০২৩ সালে শেখ হাসিনাকে ঘিরে গুজব ছিল সবচেয়ে বেশি: রিউমর স্ক্যানার

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৮: ৩৯
২০২৩ সালে শেখ হাসিনাকে ঘিরে গুজব ছিল সবচেয়ে বেশি: রিউমর স্ক্যানার

সদ্য সমাপ্ত ২০২৩ সালে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে সবচেয়ে বেশি গুজব রটেছে বলে বাংলাদেশি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার তথ্য জানিয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানটি ভুল তথ্য শনাক্ত নিয়ে বার্ষিক হিসাবে এ তথ্য তুলে ধরেছে।

রিউমর স্ক্যানার এক বিজ্ঞপ্তিতে জানায়, গত বছর রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে শুধু শেখ হাসিনাকে জড়িয়ে ১২১টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে জড়িয়ে ভুল তথ্য শনাক্ত করা হয়েছে ৩১টি। ৩০টি ভুল তথ্যের শিকার হয়ে তৃতীয় স্থানে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

গত বছর মোট ১ হাজার ৯১৫টি ভুল তথ্য শনাক্ত হয়েছে। সর্বাধিক ভুল তথ্য পাওয়া গেছে রাজনৈতিক বিষয়ে। এই সংখ্যা ৫৯৭। এগুলোর মধ্যে ৩২০টি জাতীয় সংসদ নির্বাচনকে জড়িয়ে। 

রাজনৈতিক বিষয়ে সর্বাধিক ভুল তথ্য পাওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটি বলছে, ২০২৩ সাল বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী বছর হওয়ায় এই সময়ে ইন্টারনেটে রাজনৈতিক বিষয়ক ভুল তথ্য প্রচারের হার বেশি ছিল। নির্বাচন সামনে রেখে বিদেশি গণমাধ্যম, রাষ্ট্র, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা এবং তাদের নেতৃত্বকে উদ্ধৃত করে বা জড়িয়ে ভুয়া মন্তব্য বা তথ্য প্রচারের প্রবণতা দেখা গেছে।

রাজনৈতিক বিষয়ের বাইরে ২০২৩ এ আন্তর্জাতিক বিষয়ে ৩৫৯টি, খেলার বিষয়ে ২২৩টি, জাতীয় বিষয়ে ১৭১টি, ধর্মীয় বিষয়ে ১৪২টি, শিক্ষা বিষয়ে ১০৭টি, বিনোদন ও সাহিত্য বিষয়ে ৭৯টি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে ৬৫টি, আর্থিক প্রতারণা বিষয়ে ৫৫টি, স্বাস্থ্য বিষয়ে ২৯টি এবং অন্যান্য বিষয়ে ৮৮টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত