Ajker Patrika

আমেরিকার এই নিষেধাজ্ঞা একটা সুযোগ: নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আমেরিকার এই নিষেধাজ্ঞা একটা সুযোগ: নুর

শুধু র‍্যাবকে নয়, আমেরিকা বাংলাদেশ সরকারকে এই নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। আমেরিকার এই নিষেধাজ্ঞাকে ‘একটা সুযোগ’ সুযোগ বলে উল্লেখ করে নুর বলেছেন, ‘এই সুযোগ হাতছাড়া করা যাবে না।’ 

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত ‘মার্কিন নিষেধাজ্ঞা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সাবেক ডাকসুর ভিপি নুর এ মন্তব্য করেন। 

নুরুল হক নুর বলেন, ‘র‍্যাব নয়, আমেরিকা এই নিষেধাজ্ঞা দিয়েছে সরকারকে। আমেরিকার এই নিষেধাজ্ঞা দিয়েছে বলে বসে থাকলে হবে না। রাস্তায় নেমে বলতে হবে, এই সব গুম, হত্যার বিচার করতে হবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না।’ 

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মার্কিন নিষেধাজ্ঞা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদবিদেশে লবিস্ট নিয়োগ বিষয়ে নুর বলেন, ‘বিএনপি যদি লবিস্ট নিয়োগ দিয়ে থাকে তারা তাদের দলের টাকা ব্যয় করেছে। কিন্তু সরকার জনগণের টাকা দিয়ে এই সব কাজ করছে।’ 

তিনি বলেন, ‘একজনকে ক্ষমতা থেকে নামিয়ে আরেকজনকে ক্ষমতায় বসাতে আমাদের লড়াই নয়। আমাদের লড়াই হলো বাংলাদেশ গড়ার লড়াই। আমরা স্বাধীন নির্বাচন কমিশন, বিচার বিভাগ, এবং স্বাধীন গণমাধ্যম চাই।’ 

আলোচনা সভায় অন্যদের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, রাষ্ট্রচিন্তার দিদারুল হক ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত