জামালপুর প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গণ–অভ্যুত্থানের পরে সামনে যে নির্বাচন আসছে, মৌলিক সংস্কারের পর আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এখন যাঁরা নির্বাচন নির্বাচন করছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আরও চার বছর অপেক্ষা করতে হতো। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত এ দেশে কোনো নির্বাচন হবে না।’
আজ সোমবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপি জামালপুর জেলা শাখার আয়োজনে পৌর শহরের ফৌজদারি মোড়ে পথসভায় নাহিদ এ কথা বলেন।
নাহিদ বলেন, ‘সংস্কার ও নতুন সংবিধান আমাদের গণ–অভ্যুত্থানের অন্যতম দাবি। ফলে সংস্কারের মাধ্যমে পুরোনো আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যাতে বাংলাদেশে কখনোই আর নির্বাচন কমিশন দলীয়করণ না হয়, বাংলাদেশের পুলিশ দলীয়করণ না হয়, বাংলাদেশের প্রশাসন ও বিচারব্যবস্থা দলীয়করণ না হয়। একটা নিরপেক্ষ পুলিশব্যবস্থা চাই, নিরপেক্ষ প্রশাসন চাই, নিরপেক্ষ বিচারব্যবস্থা চাই এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমাদের জাতীয় সংসদটাকে দুভাগে ভাগ করতে হবে। ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে। যাতে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে পারি। শুধু প্রধানমন্ত্রীর কাছে একক ক্ষমতা থাকবে না। সরকারে যাঁরা থাকবেন, তাঁদের কাছেও ক্ষমতা থাকবে। সেই ভোটের অনুপাতে উচ্চকক্ষ নিয়ে এখনো ঐকমত্য হয়নি। যার ফলে জুলাই সনদ এখনো আটকে রয়েছে।’
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমানসহ সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা-উপজেলা শাখার নেতা-কর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।
নাহিদ বলেন, নদীভাঙন, নদী দখল থেকে শুরু করে জামালপুরে শত শত সমস্যা রয়েছে। বিগত দিনে যাঁরা জনপ্রতিনিধি ছিলেন, ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি ছিলেন, তাঁরা জামালপুরবাসীর পক্ষে কাজ করেননি।
এনসিপির আহ্বায়ক বলেন, সমগ্র দেশে ঐকমত্য কমিশন সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলাপ-আলোচনা চালাচ্ছে। সেই সংস্কার কমিশনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করেছে।
এর আগে সকালে জেলা পরিষদ ডাকবাংলোয় জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে শহরের হরিজন সম্প্রদায়ের লোকজনের সঙ্গে তাঁরা মতবিনিময় করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গণ–অভ্যুত্থানের পরে সামনে যে নির্বাচন আসছে, মৌলিক সংস্কারের পর আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এখন যাঁরা নির্বাচন নির্বাচন করছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আরও চার বছর অপেক্ষা করতে হতো। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত এ দেশে কোনো নির্বাচন হবে না।’
আজ সোমবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপি জামালপুর জেলা শাখার আয়োজনে পৌর শহরের ফৌজদারি মোড়ে পথসভায় নাহিদ এ কথা বলেন।
নাহিদ বলেন, ‘সংস্কার ও নতুন সংবিধান আমাদের গণ–অভ্যুত্থানের অন্যতম দাবি। ফলে সংস্কারের মাধ্যমে পুরোনো আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যাতে বাংলাদেশে কখনোই আর নির্বাচন কমিশন দলীয়করণ না হয়, বাংলাদেশের পুলিশ দলীয়করণ না হয়, বাংলাদেশের প্রশাসন ও বিচারব্যবস্থা দলীয়করণ না হয়। একটা নিরপেক্ষ পুলিশব্যবস্থা চাই, নিরপেক্ষ প্রশাসন চাই, নিরপেক্ষ বিচারব্যবস্থা চাই এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমাদের জাতীয় সংসদটাকে দুভাগে ভাগ করতে হবে। ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে। যাতে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে পারি। শুধু প্রধানমন্ত্রীর কাছে একক ক্ষমতা থাকবে না। সরকারে যাঁরা থাকবেন, তাঁদের কাছেও ক্ষমতা থাকবে। সেই ভোটের অনুপাতে উচ্চকক্ষ নিয়ে এখনো ঐকমত্য হয়নি। যার ফলে জুলাই সনদ এখনো আটকে রয়েছে।’
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমানসহ সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা-উপজেলা শাখার নেতা-কর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।
নাহিদ বলেন, নদীভাঙন, নদী দখল থেকে শুরু করে জামালপুরে শত শত সমস্যা রয়েছে। বিগত দিনে যাঁরা জনপ্রতিনিধি ছিলেন, ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি ছিলেন, তাঁরা জামালপুরবাসীর পক্ষে কাজ করেননি।
এনসিপির আহ্বায়ক বলেন, সমগ্র দেশে ঐকমত্য কমিশন সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলাপ-আলোচনা চালাচ্ছে। সেই সংস্কার কমিশনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করেছে।
এর আগে সকালে জেলা পরিষদ ডাকবাংলোয় জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে শহরের হরিজন সম্প্রদায়ের লোকজনের সঙ্গে তাঁরা মতবিনিময় করেন।
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজির ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।। তিনি বলেছেন, ‘আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয়, এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে। আমাদের লাখ লাখ কর্মী ও নেতার দরকার নেই। যাঁরা তেলবাজি ও সেলফিবাজি...
১ ঘণ্টা আগেআগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায়ের কথা পুনর্ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার ময়মনসিংহ মহানগরীর টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগেচোর-বাটপার-মাফিয়াদের না ধরে শুধু রাজনীতিবিদদের হেয় ও দোষারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। তিনি বলেন, ‘মানুষের টাকা চুরি করে যারা পাচার করেছে, তারা আজ নিরাপদ। বেনজীরের মতো ব্যক্তি কীভাবে বিদেশে পালিয়ে যায়? সংস্কারের কথা যাঁরা বলেন, তাঁদের আমি বলব, সবার
৩ ঘণ্টা আগেভারত যেভাবে ধর্ম ও ভাষার ভিত্তিতে মানুষকে বাংলাদেশে পুশ-ইন করছে, সেই একই যুক্তিতে শেখ হাসিনাকেও তো করা উচিত— যেহেতু তিনিও বাঙালি মুসলমান। অথচ বাংলাদেশ থেকে যারা দুর্বৃত্ত হিসেবে পালিয়ে গেছে, তাদের কোনো পুশ-ইন করা হচ্ছে না।
৪ ঘণ্টা আগে