Ajker Patrika

তিস্তা সমস্যার সমাধান না হওয়ায় আক্ষেপ মেননের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিস্তা সমস্যার সমাধান না হওয়ায় আক্ষেপ মেননের

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, প্রধানমন্ত্রী ভারত ঘুরে এলেন কিন্তু তিস্তা সমস্যা ঝুলেই রইল। আজ শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আয়োজনে চীন বিপ্লবের মহানায়ক মাও জে দং-এর ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে মেনন বলেন, ‘ভারত থেকে প্রধানমন্ত্রী ঘুরে এলেন। কিন্তু মূল সমস্যাগুলোর আশাবাদী সমাধান দেখছি না। তিস্তার সমস্যা ঝুলে রইল, একইভাবে কুশিয়ারা থেকে পানি প্রত্যাহারের অনুমতি নিলাম। এখন আনন্দ হচ্ছে যে, কুশিয়ারা থেকে পানি প্রত্যাহার করতে পারব। কিন্তু মেঘনা বেসিনে গিয়ে এটা কতখানি সংকট সৃষ্টি করবে কি করবে না তা নিয়ে কোনো সমীক্ষায় কিন্তু আমরা যাইনি।’ 

মেনন বলেন, ‘এখন আমাদের জন্য অনেক বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে নদী নিয়ে। গঙ্গা চুক্তি ২০২৬ সালে শেষ হয়ে যাচ্ছে কিন্তু সংযোগ স্থল দিয়ে পানি প্রবাহ নিয়ে এখনো পর্যন্ত কোনো যৌথ সমীক্ষা করতে পারিনি।’ 

মন্ত্রীদের সমালোচনা করে মেনন বলেন, ‘তাদের কাছে যদি জিজ্ঞেস করি তাহলে বলবে ১৯ লাখ টন খাদ্য আছে। কৃষি মন্ত্রী বলবেন, গুদামে পর্যাপ্ত সার মজুত আছে। কিন্তু মাঠে যখন যান, দেখবেন আমাদের কৃষক সার পাচ্ছেন না। বলা হচ্ছে সারের পর্যাপ্ত সংগ্রহ আছে। কিন্তু তালিয়ে দেখছি সারের সংকট হচ্ছে। সবচেয়ে বড় সংকটে আছে কৃষক। আর কৃষককে বাদ দিয়ে কোনো গণতান্ত্রিক আন্দোলন সম্ভব হবে এটা ভুল কথা’

মেনন ওয়ার্কার্স পার্টির ২১ দফা দাবি উল্লেখ করে বলেন, আমরা গণতান্ত্রিকভাবে কৃষকের উৎপাদন প্রাপ্তি ও তাদের অধিকার এবং শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করেছি। 
 
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আয়োজনে চীন বিপ্লবের মহানায়ক মাও জে দং-এর ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শরীফ শামশির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত