নিজস্ব প্রতিবেদক, ঢাকা
'জনতার অধিকার, আমাদের অঙ্গীকার' স্লোগানে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল। ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে সদস্যসচিব করে এই দল আত্মপ্রকাশ করেছে। প্রাথমিকভাবে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করার কথা থাকলেও আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৮৩ জনের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের কার্যালয়ে নতুন দল আত্মপ্রকাশের অনুষ্ঠানে একমাত্র অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. জাফরুল্লাহর চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ গণ অধিকার পরিষদের ঘোষণাপত্র পাঠ করেন দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বপ্রাপ্ত রাশেদ খান। ঘোষণাপত্রে গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ এই চার বিষয়কে দলের মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়। জানানো হয় ২১ দফা কর্মসূচির কথা।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্যে দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, নির্বাচন কমিশন নিয়ে আন্দোলনে যাওয়ার পরিকল্পনা আমাদের দলের নেই। তবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার জন্য যা করা দরকার তাই করব। এখন পর্যন্ত আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করছি। জোটগতভাবে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা না থাকলেও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সবার সঙ্গেই আলোচনার চিন্তা-ভাবনা করছি। নতুন রাজনৈতিক দল হিসেবে দলটির নিবন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি আমরা, এটা কেও ঠেকাতে পারবে না। পূর্বের ন্যায় কারসাজির নির্বাচনের চেষ্টা থাকলে সেই নির্বাচনে আমরা নামব না। এ ছাড়া যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে তাদের জায়গা আমাদের দলে নেই। যারা সাম্প্রদায়িক তাদের জন্য অন্য দল আছে; তাঁরা সেখানে যেতে পারে।
নতুন দলের সদস্যসচিব ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, আমরা অনেককেই আমাদের দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দাওয়াত করেছিলাম কিন্তু ভেন্যুর অনুমতি না পাওয়ায় আমরা খুব সীমিত পরিসরে অনুষ্ঠান সম্পন্ন করেছি। এখানে আমাদের অভিভাবক ও একজন মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে উপস্থিত হয়েছেন ড. জাফরুল্লাহ চৌধুরী। তার কোন রাজনৈতিক পরিচয় নাই। আমরা ভেন্যুর জন্য অনুমতির ভদ্রতা দেখালেও রাজনৈতিক কর্মসূচি দেওয়ার সময় অনুমতির অপেক্ষা করব না।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ডা. জাফরুল্লাহ বলেন, এই দলের প্রতি আমার আলাদা প্রত্যাশা রয়েছে। তোমাদের প্রতি আমার প্রত্যাশা থাকবে তোমরা যেন ছোট ছোট বিষয়গুলো নিয়ে ঝামেলা না করো। ভিন্ন মত হলেই যেন কাউকে বের না করে দাও। আর ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি করবে না।
'জনতার অধিকার, আমাদের অঙ্গীকার' স্লোগানে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল। ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে সদস্যসচিব করে এই দল আত্মপ্রকাশ করেছে। প্রাথমিকভাবে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করার কথা থাকলেও আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৮৩ জনের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের কার্যালয়ে নতুন দল আত্মপ্রকাশের অনুষ্ঠানে একমাত্র অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. জাফরুল্লাহর চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ গণ অধিকার পরিষদের ঘোষণাপত্র পাঠ করেন দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বপ্রাপ্ত রাশেদ খান। ঘোষণাপত্রে গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ এই চার বিষয়কে দলের মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়। জানানো হয় ২১ দফা কর্মসূচির কথা।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্যে দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, নির্বাচন কমিশন নিয়ে আন্দোলনে যাওয়ার পরিকল্পনা আমাদের দলের নেই। তবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার জন্য যা করা দরকার তাই করব। এখন পর্যন্ত আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করছি। জোটগতভাবে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা না থাকলেও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সবার সঙ্গেই আলোচনার চিন্তা-ভাবনা করছি। নতুন রাজনৈতিক দল হিসেবে দলটির নিবন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি আমরা, এটা কেও ঠেকাতে পারবে না। পূর্বের ন্যায় কারসাজির নির্বাচনের চেষ্টা থাকলে সেই নির্বাচনে আমরা নামব না। এ ছাড়া যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে তাদের জায়গা আমাদের দলে নেই। যারা সাম্প্রদায়িক তাদের জন্য অন্য দল আছে; তাঁরা সেখানে যেতে পারে।
নতুন দলের সদস্যসচিব ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, আমরা অনেককেই আমাদের দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দাওয়াত করেছিলাম কিন্তু ভেন্যুর অনুমতি না পাওয়ায় আমরা খুব সীমিত পরিসরে অনুষ্ঠান সম্পন্ন করেছি। এখানে আমাদের অভিভাবক ও একজন মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে উপস্থিত হয়েছেন ড. জাফরুল্লাহ চৌধুরী। তার কোন রাজনৈতিক পরিচয় নাই। আমরা ভেন্যুর জন্য অনুমতির ভদ্রতা দেখালেও রাজনৈতিক কর্মসূচি দেওয়ার সময় অনুমতির অপেক্ষা করব না।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ডা. জাফরুল্লাহ বলেন, এই দলের প্রতি আমার আলাদা প্রত্যাশা রয়েছে। তোমাদের প্রতি আমার প্রত্যাশা থাকবে তোমরা যেন ছোট ছোট বিষয়গুলো নিয়ে ঝামেলা না করো। ভিন্ন মত হলেই যেন কাউকে বের না করে দাও। আর ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি করবে না।
এবি পার্টির সভাপতি বলেন, ‘এটা খুব দুঃখজনক, সরকারের ক্রেডিবিলিটি এখন অনেক কমে গেছে। গতকাল উপদেষ্টারা ৯ ঘণ্টা আটকে ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। এর মানে জনগণের ক্ষোভ উপদেষ্টাদের প্রতি তৈরি হয়েছে। এর আগেও যমুনায় একজন উপদেষ্টাকে বোতল নিক্ষেপ করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে আমরা যারা...
৮ মিনিট আগেদেশে উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের ঘোষণা দিয়ে আর যেন কোনো অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থা নেওয়া উচিত। দলের তরফ থেকে আমরা সেটা উনাকে (প্রধান উপদেষ্টা) বলে এসেছি। তিনি এটুকু বলেছেন, সেই ব্যবস্থাটা নেবেন। সবচেয়ে
২ ঘণ্টা আগেসব সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘নির্বাচন কমিশনের মতো অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া নিয়েও আমাদের অবস্থান পরিষ্কার—এসব বিধানকে সংবিধানে সন্নিবেশ করতে...
৪ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন কমিশনকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গঠনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৮তম দিনশেষে এ কথা বলেন তিন
৪ ঘণ্টা আগে