Ajker Patrika

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: মির্জা ফখরুল

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৩, ২৩: ০৩
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ দফা নয়, দফা একটাই। সেই দফা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। এরপর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আজ শনিবার বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকারের আমলে জনগণের কোনো উন্নয়ন হয়নি। যা হয়েছে সব আওয়ামী লীগের। ব্যাংক, টিসিবি, টিআর, কাবিখা, রাস্তাঘাট সবই তাদের দখলে। এখন আমাদের দাবি হচ্ছে অবৈধ ফ্যাসিবাদ সরকারের পদত্যাগ। এরপর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।’

কৃষক আন্দোলনের নেতা নুরল দীনের নাম উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের এই এলাকায় তাঁর বাড়ি ছিল। যিনি কৃষক আন্দোলনের ডাক দিয়েছিলেন। কোনটে বাহে জাগো সবায়। আজকে আবার সেই ডাক এসেছে। আজকে আবার কারাগারের অভ্যন্তর থেকে গৃহবন্দী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন রাজনীতির এই খেলার ফয়সালা হবে রাজপথে। ফিডব্যাক বাংলাদেশ। যে বাংলাদেশকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছিলাম। যে বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন, একটা গণতান্ত্রিক বাংলাদেশে গড়তে। সেই বাংলাদেশকে আমরা ফিরিয়ে আনব।’ 

বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘বহু নিযার্তন আমরা গত ১৭ বছর ধরে সহ্য করেছি। বহু অত্যাচার আমাদের ওপরে হয়েছে। খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের একজন সাধারণ কর্মীর নামে আজ শুধু মামলা আর মামলা। পরিষ্কার বলে দিতে চাই, মামলা-হামলা আর গুম করে আপনারা (আওয়ামী লীগ) আমাদের দমাতে পারবেন না।’

লালমনিরহাট কালেক্টরেট মাঠে জনসভায় আগত মানুষবিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জনসভায় সভাপতিত্ব করেন। 

বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সম্পাদক এ কে এম মমিনুল হক, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ১০ টাকা কেজিতে চাল খাওয়াতে চেয়ে পারেনি, সারের দাম কয়েক দফায় কয়েক গুণ বাড়িয়েছে, আজ মানুষ পেঁয়াজ কিনতে পারছে না, ডিম কিনতে পারছে না। দ্রব্যের দাম বাড়িয়ে আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে।

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমাদের দলের প্রায় ৪০ লাখ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সাবেক এমপিসহ হাজার হাজার নেতা-কর্মীকে গুম করেছে। ক্রস ফায়ারের নামে নেতা-কর্মীদের হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। অসংখ্য শিশু বাবার জন্য, অসংখ্য স্ত্রী তাঁর স্বামীর জন্য, অনেক মা তাঁর সন্তানের আগমনের প্রতীক্ষা করছে। শেখ হাসিনা সরকার আমাদের এমন দেশ উপহার দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত