Ajker Patrika

হানিফের দায় ১০২ কোটি, ইনুর বেড়েছে নগদ টাকা

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৫: ১২
Thumbnail image

পাঁচ বছরের ব্যবধানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের দায় বেড়েছে ১০২ কোটি টাকা। আর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর হাতে নগদ অর্থ বেড়েছে তিন কোটি টাকা। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলা রিটার্নিং কার্যালয় ও সহকারী রিটার্নিং কার্যালয়ে মনোনয়নের সঙ্গে দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। এ হলফনামা অনুযায়ী ইনুর স্ত্রীর আয় ও সম্পদ বাড়লেও মাহবুব উল আলম হানিফের স্ত্রীর কোনো সম্পদ নেই। 

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। পেশায় ব্যবসায়ী মাহবুব উল আলম হানিফের ২০ কোটি ৯৯ লাখ ১৬ হাজার ১১১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। আছে তিনটি আগ্নেয়াস্ত্র। এগুলোর দাম ২ লাখ ৪৮ হাজার ৭৯ টাকা। তিনটি গাড়ি আছে দাম ১ কোটি ৭৩ লাখ ৪১ হাজার টাকা। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় কোনো দায় ছিল না মাহবুব উল আলম হানিফের। তবে এই পাঁচ বছরের ব্যবধানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ১০২ কোটি ৮৬ লাখ ১১ হাজার ৭০০ টাকা ঋণ নিয়েছেন তিনি। এর মধ্যে প্রিমিয়ার ব্যাংক থেকে ৪৭ কোটি ৪২ লাখ ৭৮ হাজার ৩২৪ টাকা, ন্যাশনাল ব্যাংক থেকে লোন ও ক্রেডিট কার্ড বাবদ ৫ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার ৩৪৫ টাকা, সিকিউরিটি ডিপোজিট ফার্ম হাউজ প্রোপাটি থেকে ১ লাখ ৫০ হাজার টাকা, এনসিসি ব্যাংক থেকে ৫০ কোটি ৩ লাখ ৬ হাজার ৩১ টাকা ঋণ নিয়েছেন তিনি। 

দাখিল করা হলফনামা অনুসারে, মাহবুব উল আলম হানিফের নগদ অর্থ আছে ২ কোটি ১৬ হাজার ৪৫২ টাকা। এদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনে হলফনামা অনুসারে, হানিফের স্ত্রীর ১ কোটি ৬৪ লাখ ২৫ হাজার ৯১৭ টাকার সম্পদ ছিল। তবে এখন তাঁর কোনো সম্পদ নেই। এ বিষয়ে জানতে আওয়ামী লীগের এই নেতাকে কল করা হলেও তিনি সাড়া দেননি।

ইনুর স্ত্রীর আয় বেড়েছে
এদিকে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু। এবারও নির্বাচন করছেন তিনি। হলফনামা অনুসারে, হাসানুল হক ইনুর হাতে নগদ অর্থের পরিমাণ বেড়েছে। নবম সংসদ নির্বাচনে ইনুর নগদ টাকা ছিল ১ লাখ ১১ হাজার ২০০ টাকা, দশম সংসদ নির্বাচনে ৬ লাখ ৮৫ হাজার টাকা। একাদশ সংসদ নির্বাচনে তাঁর হাতে ছিল ৫০ লাখ ৬৬ হাজার ৩৮৬ টাকা। এখন সেই অর্থের পরিমাণ ৩ কোটি ৫৬ লাখ ১৫৫ টাকা। গত ১৫ বছরে ইনুর নগদ টাকা বেড়েছে প্রায় ৩২০ গুণ। 

জাসদের এই নেতার নিজের নামে তার কোনো বাড়ি বা ফ্ল্যাট নেই। তবে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার প্লট আছে। তাঁর নামে থাকা তিনটি মামলা নিষ্পত্তি হয়েছে। হলফনামায় তাঁর স্ত্রী আফরোজা হক রিনার আয় ও সম্পদ বাড়লেও আয়ের কোনো উৎস দেখানো হয়নি। এ বিষয়ে জানতে হাসানুল হক ইনুকে কল করা হলেও তিনি সাড়া দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত