Ajker Patrika

চূড়ান্ত আঘাতের জন্য জনগণ প্রস্তুত: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৫: ০০
চূড়ান্ত আঘাতের জন্য জনগণ প্রস্তুত: রিজভী

সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না। জনগণ প্রস্তুত হয়ে আছে এবং জনগণের আক্রোশ থেকে কেউ রেহাই পাবে না।’

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ লেবার পার্টি এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘জনগণ প্রস্তুত হয়ে আছে চূড়ান্ত আঘাতের জন্য। প্রধানমন্ত্রী আপনি বন্দুক দিয়ে জনগণের শক্তিকে দমাতে পারবেন না। সেই রাইফেল জনগণের শক্তি কোন দিকে ঘুরিয়ে দেবে, সেটা চিন্তা করে কথা বলবেন। এখনো সময় আছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।’

রিজভী বলেন, ‘সারা দেশের মানুষ উত্তাল হয়ে উঠেছে। আর কোনো ব্যারিকেড দিয়ে রাখতে পারবেন না। পথে-ঘাটে মাঠে এমন ব্যারিকেড তৈরি হবে, হত্যা করার পরেও যারা নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন, জনগণের আক্রোশ থেকে কেউ রেহাই পাবেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত