Ajker Patrika

ফিলিস্তিনকে মুক্ত করতে ড. ইউনূসকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ–সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ–সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

ফিলিস্তিনকে ইসরায়েলের আক্রমণ থেকে মুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে শেখ রফিকুল ইসলাম এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘ভারত এমন একটি জাতি, যে ইসরায়েলকে সহযোগিতা করছে। তাদের অস্ত্র দিচ্ছে, যে অস্ত্র দিয়ে গাজার নিরপরাধ মানুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। ইসরায়েলকে বলতে চাই, ফিলিস্তিনের মানুষকে তোমরা বেশি দিন দাবিয়ে রাখতে পারবে না। প্রয়োজনে আমরা বুকের রক্ত ঢেলে দেব, যেভাবে ১৯৭১ সালে দিয়েছিলাম।’

ভাসানী অনুসারী পরিষদের এই আহ্বায়ক বলেন, ‘ড. ইউনূসকে আমরা সমর্থন দিয়েছি এবং তা অব্যাহত থাকবে। কিন্তু তাঁকে বলতে চাই, ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আপনি একটি কার্যকর ভূমিকা নিন। আপনার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে, কিন্তু এই সমর্থনকে কাজে লাগিয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার না করে। আপনাকে আরও বলতে চাই, পার্শ্ববর্তী দেশ ভারতকে মোটেও ছাড় দেবেন না।’

বাবলু আরও বলেন, ‘আজকের এই সভা থেকে সারা বিশ্বের প্রতি আহ্বান জানাব, ইসরায়েলি পণ্য বয়কট করুন। কিন্তু কোনো ভাঙচুর-রাহাজানিতে যাব না। যে টাকা দিয়ে আমরা ওদের পণ্য কিনি, সে টাকা দিয়ে নিরপরাধ মানুষের ওপর আক্রমণ করা হয়। সুতরাং ইসরায়েল ও তাদের পণ্য বয়কট করুন।’

ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব ড. আবু ইউসুফ সেলিমের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্য নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত