নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফিলিস্তিনকে ইসরায়েলের আক্রমণ থেকে মুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে শেখ রফিকুল ইসলাম এসব কথা বলেন।
রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘ভারত এমন একটি জাতি, যে ইসরায়েলকে সহযোগিতা করছে। তাদের অস্ত্র দিচ্ছে, যে অস্ত্র দিয়ে গাজার নিরপরাধ মানুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। ইসরায়েলকে বলতে চাই, ফিলিস্তিনের মানুষকে তোমরা বেশি দিন দাবিয়ে রাখতে পারবে না। প্রয়োজনে আমরা বুকের রক্ত ঢেলে দেব, যেভাবে ১৯৭১ সালে দিয়েছিলাম।’
ভাসানী অনুসারী পরিষদের এই আহ্বায়ক বলেন, ‘ড. ইউনূসকে আমরা সমর্থন দিয়েছি এবং তা অব্যাহত থাকবে। কিন্তু তাঁকে বলতে চাই, ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আপনি একটি কার্যকর ভূমিকা নিন। আপনার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে, কিন্তু এই সমর্থনকে কাজে লাগিয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার না করে। আপনাকে আরও বলতে চাই, পার্শ্ববর্তী দেশ ভারতকে মোটেও ছাড় দেবেন না।’
বাবলু আরও বলেন, ‘আজকের এই সভা থেকে সারা বিশ্বের প্রতি আহ্বান জানাব, ইসরায়েলি পণ্য বয়কট করুন। কিন্তু কোনো ভাঙচুর-রাহাজানিতে যাব না। যে টাকা দিয়ে আমরা ওদের পণ্য কিনি, সে টাকা দিয়ে নিরপরাধ মানুষের ওপর আক্রমণ করা হয়। সুতরাং ইসরায়েল ও তাদের পণ্য বয়কট করুন।’
ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব ড. আবু ইউসুফ সেলিমের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্য নেতারা।
ফিলিস্তিনকে ইসরায়েলের আক্রমণ থেকে মুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে শেখ রফিকুল ইসলাম এসব কথা বলেন।
রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘ভারত এমন একটি জাতি, যে ইসরায়েলকে সহযোগিতা করছে। তাদের অস্ত্র দিচ্ছে, যে অস্ত্র দিয়ে গাজার নিরপরাধ মানুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। ইসরায়েলকে বলতে চাই, ফিলিস্তিনের মানুষকে তোমরা বেশি দিন দাবিয়ে রাখতে পারবে না। প্রয়োজনে আমরা বুকের রক্ত ঢেলে দেব, যেভাবে ১৯৭১ সালে দিয়েছিলাম।’
ভাসানী অনুসারী পরিষদের এই আহ্বায়ক বলেন, ‘ড. ইউনূসকে আমরা সমর্থন দিয়েছি এবং তা অব্যাহত থাকবে। কিন্তু তাঁকে বলতে চাই, ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আপনি একটি কার্যকর ভূমিকা নিন। আপনার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে, কিন্তু এই সমর্থনকে কাজে লাগিয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার না করে। আপনাকে আরও বলতে চাই, পার্শ্ববর্তী দেশ ভারতকে মোটেও ছাড় দেবেন না।’
বাবলু আরও বলেন, ‘আজকের এই সভা থেকে সারা বিশ্বের প্রতি আহ্বান জানাব, ইসরায়েলি পণ্য বয়কট করুন। কিন্তু কোনো ভাঙচুর-রাহাজানিতে যাব না। যে টাকা দিয়ে আমরা ওদের পণ্য কিনি, সে টাকা দিয়ে নিরপরাধ মানুষের ওপর আক্রমণ করা হয়। সুতরাং ইসরায়েল ও তাদের পণ্য বয়কট করুন।’
ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব ড. আবু ইউসুফ সেলিমের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্য নেতারা।
ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মেয়াদ বৃদ্ধির চেয়ে চলমান প্রচারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত। সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে।’
২০ ঘণ্টা আগেসংস্কার কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা সম্ভব, তা করা উচিত। বাকিটা নির্বাচিত সরকার এসে সম্পন্ন করবে। এটাই হওয়া উচিত।
২০ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ৭৮টি প্রস্তাবেই দ্বিমত জানিয়ে মতামত জমা দিয়েছে গণফোরাম। দলটি কমিশনের ৫৮ প্রস্তাবে একমত এবং ২৪টি প্রস্তাবে আংশিকভাবে একমত। অন্যদিকে জমিয়তে উলামায়ে ইসলাম কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১০৯টি প্রস্তাবে একমত, ২২টিতে দ্বিমত এবং ৩৪টিতে আংশিকভাবে একমত।
১ দিন আগেসংবিধান সংস্কারের বিষয়ে গণভোটের প্রস্তাব জাকের পার্টি করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার। তিনি বলেছেন, বড় বড় জায়গার বিষয়ে গণভোটের মাধ্যমে নির্ধারণ হওয়া উচিত। নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির প্রভাব থাকলে তথাকথিত বড় দলগুলোর প্রভাব থাকে। তাহলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।
২ দিন আগে