মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদনে যাওয়ার পথে কিছু তরুণের হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা। আজ বুধবার দুপুর ১২টার দিকে সংগঠনের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুরসহ দলটির নেতা কর্মীরা ভাসানীর মাজারের দিকে যাওয়ার সময় দরবার হলের কাছে এই হামলার শিকার হন। এতে রেজা কিবরিয়া ও ভিপি নুরসহ কয়েকজন আহত হন। গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন।
জানা গেছে, দুপুর ১২টার দিকে রেজা কিবরিয়া ও ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ শ্রদ্ধা নিবেদনের জন্য মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর কতিপয় তরুণ পথরোধের চেষ্টা চালায়। ওই বাধা অতিক্রম করে রেজা কিবরিয়া ও ভিপি নুর এগিয়ে যেতে থাকলে তাদের ওপর লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায় তাঁরা। এ সময় লাঠির আঘাত রেজা কিবরিয়ার ওপর পড়েন। তখন আত্মরক্ষার্থে তারা ওই স্থানে অবস্থানরত পুলিশে ভ্যানে উঠে পড়ে। সেখানেও ওই তরুণের হামলা চালান। এই পরিস্থিতিতে পাশে অবস্থানরত পুলিশ এগিয়ে এসে পুলিশ ভ্যানটি রক্ষা করে। ওই সময় রেজা কিবরিয়া ও ভিপি নুর পুলিশ ভ্যানে অবস্থান করায় চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ পুলিশ ভ্যানটি ক্যাম্পাস ত্যাগ করে। কিছুক্ষণ পর পরিবেশ শান্ত হয়।
এই হামলার জন্য ফেসবুক লাইভে এসে হামলাকারী ছাত্রলীগ নেতা কর্মীদের দায়ী করে তাদের বিচার দাবির করেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া। এ বিষয়ে তিনি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন এবং মামলা করবেন বলে জানান।
এদিকে সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান বলেন, মওলানা ভাসানীর মাজারের কাছাকাছি পৌঁছালে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী দলীয় স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
শাকিলুজ্জামান অভিযোগ করে বলেন, কয়েক দফায় দেশীয় অস্ত্র ও ইটপাটকেলসহ আমাদের ওপর হামলা চালানো হয়। প্রায় ৪০ মিনিট পর আমাদের নেতাদের পুলিশের গাড়িতে করে বের করে নেওয়ার সময় ফের হামলা চালানো হয়।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদনে যাওয়ার পথে কিছু তরুণের হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা। আজ বুধবার দুপুর ১২টার দিকে সংগঠনের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুরসহ দলটির নেতা কর্মীরা ভাসানীর মাজারের দিকে যাওয়ার সময় দরবার হলের কাছে এই হামলার শিকার হন। এতে রেজা কিবরিয়া ও ভিপি নুরসহ কয়েকজন আহত হন। গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন।
জানা গেছে, দুপুর ১২টার দিকে রেজা কিবরিয়া ও ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ শ্রদ্ধা নিবেদনের জন্য মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর কতিপয় তরুণ পথরোধের চেষ্টা চালায়। ওই বাধা অতিক্রম করে রেজা কিবরিয়া ও ভিপি নুর এগিয়ে যেতে থাকলে তাদের ওপর লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায় তাঁরা। এ সময় লাঠির আঘাত রেজা কিবরিয়ার ওপর পড়েন। তখন আত্মরক্ষার্থে তারা ওই স্থানে অবস্থানরত পুলিশে ভ্যানে উঠে পড়ে। সেখানেও ওই তরুণের হামলা চালান। এই পরিস্থিতিতে পাশে অবস্থানরত পুলিশ এগিয়ে এসে পুলিশ ভ্যানটি রক্ষা করে। ওই সময় রেজা কিবরিয়া ও ভিপি নুর পুলিশ ভ্যানে অবস্থান করায় চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ পুলিশ ভ্যানটি ক্যাম্পাস ত্যাগ করে। কিছুক্ষণ পর পরিবেশ শান্ত হয়।
এই হামলার জন্য ফেসবুক লাইভে এসে হামলাকারী ছাত্রলীগ নেতা কর্মীদের দায়ী করে তাদের বিচার দাবির করেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া। এ বিষয়ে তিনি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন এবং মামলা করবেন বলে জানান।
এদিকে সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান বলেন, মওলানা ভাসানীর মাজারের কাছাকাছি পৌঁছালে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী দলীয় স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
শাকিলুজ্জামান অভিযোগ করে বলেন, কয়েক দফায় দেশীয় অস্ত্র ও ইটপাটকেলসহ আমাদের ওপর হামলা চালানো হয়। প্রায় ৪০ মিনিট পর আমাদের নেতাদের পুলিশের গাড়িতে করে বের করে নেওয়ার সময় ফের হামলা চালানো হয়।
এবি পার্টির সভাপতি বলেন, ‘এটা খুব দুঃখজনক, সরকারের ক্রেডিবিলিটি এখন অনেক কমে গেছে। গতকাল উপদেষ্টারা ৯ ঘণ্টা আটকে ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। এর মানে জনগণের ক্ষোভ উপদেষ্টাদের প্রতি তৈরি হয়েছে। এর আগেও যমুনায় একজন উপদেষ্টাকে বোতল নিক্ষেপ করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে আমরা যারা...
১২ মিনিট আগেদেশে উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের ঘোষণা দিয়ে আর যেন কোনো অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থা নেওয়া উচিত। দলের তরফ থেকে আমরা সেটা উনাকে (প্রধান উপদেষ্টা) বলে এসেছি। তিনি এটুকু বলেছেন, সেই ব্যবস্থাটা নেবেন। সবচেয়ে
২ ঘণ্টা আগেসব সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘নির্বাচন কমিশনের মতো অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া নিয়েও আমাদের অবস্থান পরিষ্কার—এসব বিধানকে সংবিধানে সন্নিবেশ করতে...
৪ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন কমিশনকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গঠনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৮তম দিনশেষে এ কথা বলেন তিন
৪ ঘণ্টা আগে