শ্যামপুর-কদমতলী প্রতিনিধি
আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। আজ বুধবার ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর ও কদমতলী থানার ৭ ওয়ার্ডের বাংলাদেশ যুবলীগের সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
শেখ ফজলে শামস পরশ বলেন, ‘যদি জানুয়ারিতে আওয়ামী লীগ পিছলে যায়, তাহলে এর জন্য দায়ী হবে দলের নিজস্ব গ্রুপিং।’
নিজেদের বিভেদ ভুলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান। ঐক্যবদ্ধ না থাকলে এর মাশুল দিতে হবে বলেও সতর্ক করেন তিনি।
যুবলীগ চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় এলে একাত্তরের মুক্তিযোদ্ধাদের ত্যাগ বিফলে যাবে। তাই আরেকটি মুক্তিযুদ্ধের দরকার হবে। কোনো ভিসা নীতি ও নিষেধাজ্ঞা দিয়ে মুজিবসেনাদের দাবিয়ে রাখা যাবে না। আমেরিকা এমন এক সময়ে নিষেধাজ্ঞা দিচ্ছে, যখন বাংলাদেশ সকল বাধা পেরিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ আমেরিকার স্যাংশনে ভয় পায় না। ৪১ সালে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি ও কদমতলী-শ্যামপুর থানা যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ আহম্মদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন সাইমনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।
সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা।
আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। আজ বুধবার ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর ও কদমতলী থানার ৭ ওয়ার্ডের বাংলাদেশ যুবলীগের সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
শেখ ফজলে শামস পরশ বলেন, ‘যদি জানুয়ারিতে আওয়ামী লীগ পিছলে যায়, তাহলে এর জন্য দায়ী হবে দলের নিজস্ব গ্রুপিং।’
নিজেদের বিভেদ ভুলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান। ঐক্যবদ্ধ না থাকলে এর মাশুল দিতে হবে বলেও সতর্ক করেন তিনি।
যুবলীগ চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় এলে একাত্তরের মুক্তিযোদ্ধাদের ত্যাগ বিফলে যাবে। তাই আরেকটি মুক্তিযুদ্ধের দরকার হবে। কোনো ভিসা নীতি ও নিষেধাজ্ঞা দিয়ে মুজিবসেনাদের দাবিয়ে রাখা যাবে না। আমেরিকা এমন এক সময়ে নিষেধাজ্ঞা দিচ্ছে, যখন বাংলাদেশ সকল বাধা পেরিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ আমেরিকার স্যাংশনে ভয় পায় না। ৪১ সালে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি ও কদমতলী-শ্যামপুর থানা যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ আহম্মদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন সাইমনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।
সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রদত্ত স্প্রেডশিটের বিষয়ে বিএনপি আলোচনা করেনি উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এটা আমাদের মধ্যে ধোঁয়াশা ও বিভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যেটা ওনারা আলোচনা করতে আগ্রহী হয়নি, আমরা মোটেও আগ্রহী নই। আমরা বিস্তারিত রিপোর্টের ওপর দফাওয়ারি আলোচনা করছি। আজকেই আলোচনা শেষ কর
১ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তানভীরকে এ বিষয়ে অবহিত করা হয়।
১৬ ঘণ্টা আগেনির্বাচন বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। এটি এখন জন দাবিতে পরিণত হয়েছে। তবে যথাযথ সংস্কার না করা গেলে পেশি শক্তি, কালো টাকা দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব।
১৮ ঘণ্টা আগেসংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ রাখতে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির বক্তব্য, বহুত্ববাদ শব্দটি আল্লাহর একত্ববাদের বিপরীত শব্দ। তবে শব্দটি বাদ দিয়ে ‘বহুমত’ বা ‘বহুপথ’ রাখার প্রস্তাব করেছে দলটি। তারা বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাবেরও বিরোধিতা
১ দিন আগে