Ajker Patrika

রাষ্ট্র ও সংবিধানের বিষয়, তাই তাড়াহুড়ো করছি না: সংলাপ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৫: ৩৪
সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা আলোচনাটি দ্রুততার সঙ্গে যাচ্ছি না এই জন্য যে এটা রাষ্ট্রের বিষয়, রিপাবলিকের বিষয়, সংবিধানের বিষয়—তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এটা যে সব সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে। বৃহত্তর ঐকমত্য সৃষ্টি করতে পারব। সেটা জাতীয় জীবনে মহান ভূমিকা রাখবে। সুতরাং, একটু সময় বেশি নিলেও একটু প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত আলোচনা করছি।’

আজ মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। গত রোববার মুলতবি হওয়া বৈঠক আজ বেলা ১১টা থেকে শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার বিএনপির সঙ্গে জাতীয় জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয়। ওই দিন সভাটি মুলতবি হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রদত্ত স্প্রেডশিটের বিষয়ে বিএনপি আলোচনা করেনি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা আমাদের মধ্যে ধোঁয়াশা ও বিভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যেটা ওনারা আলোচনা করতে আগ্রহী হয়নি, আমরা মোটেও আগ্রহী নই। আমরা বিস্তারিত রিপোর্টের ওপর দফাওয়ারি আলোচনা করছি। আজকেই আলোচনা শেষ করতে চাই।’

তিনি বলেন, ‘আজকে আমরা বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনের বিষয় নিয়ে আলাপ করে আলোচনা শেষ করতে পারব।’

বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে জানিয়ে দলটির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘সুপ্রিম কোর্ট কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ-সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করেছে, সেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সেই বিষয়টা। সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগটা গ্রহণ করেছে—এটাসহ আমরা বিচার বিভাগ বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় আমরা বিশ্বাস করি। সেটা বাস্তবায়নে আমাদের অঙ্গীকার আছে।’

বিচার বিভাগ নিয়ে সুপ্রিম কোর্টের সব উদ্যোগ যাতে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ায় যায়, সেই আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগ কর্তৃক সংবিধানের যেকোনো কার্যক্রম আইনি হয় এবং অসাংবিধানিক না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে।

সংলাপে বিএনপির প্রতিনিধিদলে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে আরও আছেন—কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত