‘জাগো বাহে তিস্তা বাঁচাই’
আজকের পত্রিকা ডেস্ক
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচিতে উত্তরের ৫ জেলায় নদীপারে মানুষের ঢল দেখা গেল গতকাল সোমবার। বিএনপির উদ্যোগে ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচির প্রথম দিনে পানির হিস্যা না পাওয়ার জন্য ভারতকে এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন না করায় সাবেক আওয়ামী লীগ সরকারকে দায়ী করলেন বিএনপির নেতারা।
‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে গতকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ১১টি পয়েন্টে করা হয়েছে মঞ্চ ও থাকার ব্যবস্থা। গতকাল সকাল থেকে এসব পয়েন্টে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা।
গতকাল এই পাঁচ জেলার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, কোথাও কোথাও ভাওয়াইয়া গান, লালন গীতির আসর বসানো হয়েছে, কোথাও ঘুড়ি ওড়ানো হচ্ছে। রাত্রিযাপনের জন্য টাঙানো হয়েছে তাঁবু, কোথাও প্যান্ডেল। আয়োজন চলছে খাওয়াদাওয়ারও। কোথাও কোথাও যোগ দিয়েছেন সাধারণ কৃষকেরাও।
আয়োজকেরা জানিয়েছেন, রাতে তিস্তার দুই পারে মশাল জ্বালানো হবে। আজ মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল বিকেলে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলসেতু এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিভিন্ন পয়েন্টে সভায় বক্তব্য দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব (দুলু), স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, শামছুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, বেবি নাজনীন, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।
বন্ধু হলে পানি দেন
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলসেতু এলাকায় সভায় যোগ দিয়ে ভারতের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি, এখনো বলছি। বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান, আগে তিস্তার পানি দেন। সীমান্ত হত্যা বন্ধ করেন। আমাদের সঙ্গে বড় দাদা আর মাস্তানমুখী আচরণ বন্ধ করেন। আমরা আমাদের পায়ের ওপরে দাঁড়াতে চাই। আমরা আমাদের হিস্যা বুঝে নিতে চাই। আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু হিসেবে দেখতে চাই, সে বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আমার যে পাওনা আছে, সে পাওয়া বুঝিয়ে দেওয়ার সঙ্গে।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকার কথায় কথায় নিজেদের নিরপেক্ষ বলে। নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে। ভারতকে বলতে হবে, আমার পানির ন্যায্য হিস্যা আমি চাই। অন্তর্বর্তী সরকার তাড়াতাড়ি নির্বাচনটা দিন। জনগণের সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেন।’
সম্পর্কে ন্যায্যতা দরকার
রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতুর নিচে অনুষ্ঠিত সভায় জোনায়েদ সাকি বলেন, ‘শেখ হাসিনার নতজানু সরকার ভারতের প্রতি নতজানু থেকে নিজেদের গদি রক্ষা করতে চেয়েছে। ভারতের শাসকদের আমরা পরিষ্কার করে বলতে চাই, যদি আপনারা সুসম্পর্ক রাখতে চান, তাহলে ন্যায্যতার ভিত্তিতে আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। আর এই ন্যায্যতা হচ্ছে তিস্তা নদীর পানির সুষম বণ্টন।’
গাইবান্ধায় বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু বলেন, ‘তিস্তা রংপুর অঞ্চলের জীবনরেখা। কিন্তু বর্ষায় ভয়াবহ বন্যা আর শুষ্ক মৌসুমে পানির সংকটে দুই তীরের মানুষ চরম দুর্ভোগে পড়ে। ন্যায্য পানির হিস্যা ও মহাপরিকল্পনার বাস্তবায়নের জন্য আমরা আন্দোলনে নেমেছি। সরকার যদি দ্রুত দাবি মেনে না নেয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধিরা]
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচিতে উত্তরের ৫ জেলায় নদীপারে মানুষের ঢল দেখা গেল গতকাল সোমবার। বিএনপির উদ্যোগে ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচির প্রথম দিনে পানির হিস্যা না পাওয়ার জন্য ভারতকে এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন না করায় সাবেক আওয়ামী লীগ সরকারকে দায়ী করলেন বিএনপির নেতারা।
‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে গতকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ১১টি পয়েন্টে করা হয়েছে মঞ্চ ও থাকার ব্যবস্থা। গতকাল সকাল থেকে এসব পয়েন্টে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা।
গতকাল এই পাঁচ জেলার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, কোথাও কোথাও ভাওয়াইয়া গান, লালন গীতির আসর বসানো হয়েছে, কোথাও ঘুড়ি ওড়ানো হচ্ছে। রাত্রিযাপনের জন্য টাঙানো হয়েছে তাঁবু, কোথাও প্যান্ডেল। আয়োজন চলছে খাওয়াদাওয়ারও। কোথাও কোথাও যোগ দিয়েছেন সাধারণ কৃষকেরাও।
আয়োজকেরা জানিয়েছেন, রাতে তিস্তার দুই পারে মশাল জ্বালানো হবে। আজ মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল বিকেলে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলসেতু এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিভিন্ন পয়েন্টে সভায় বক্তব্য দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব (দুলু), স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, শামছুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, বেবি নাজনীন, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।
বন্ধু হলে পানি দেন
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলসেতু এলাকায় সভায় যোগ দিয়ে ভারতের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি, এখনো বলছি। বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান, আগে তিস্তার পানি দেন। সীমান্ত হত্যা বন্ধ করেন। আমাদের সঙ্গে বড় দাদা আর মাস্তানমুখী আচরণ বন্ধ করেন। আমরা আমাদের পায়ের ওপরে দাঁড়াতে চাই। আমরা আমাদের হিস্যা বুঝে নিতে চাই। আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু হিসেবে দেখতে চাই, সে বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আমার যে পাওনা আছে, সে পাওয়া বুঝিয়ে দেওয়ার সঙ্গে।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকার কথায় কথায় নিজেদের নিরপেক্ষ বলে। নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে। ভারতকে বলতে হবে, আমার পানির ন্যায্য হিস্যা আমি চাই। অন্তর্বর্তী সরকার তাড়াতাড়ি নির্বাচনটা দিন। জনগণের সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেন।’
সম্পর্কে ন্যায্যতা দরকার
রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতুর নিচে অনুষ্ঠিত সভায় জোনায়েদ সাকি বলেন, ‘শেখ হাসিনার নতজানু সরকার ভারতের প্রতি নতজানু থেকে নিজেদের গদি রক্ষা করতে চেয়েছে। ভারতের শাসকদের আমরা পরিষ্কার করে বলতে চাই, যদি আপনারা সুসম্পর্ক রাখতে চান, তাহলে ন্যায্যতার ভিত্তিতে আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। আর এই ন্যায্যতা হচ্ছে তিস্তা নদীর পানির সুষম বণ্টন।’
গাইবান্ধায় বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু বলেন, ‘তিস্তা রংপুর অঞ্চলের জীবনরেখা। কিন্তু বর্ষায় ভয়াবহ বন্যা আর শুষ্ক মৌসুমে পানির সংকটে দুই তীরের মানুষ চরম দুর্ভোগে পড়ে। ন্যায্য পানির হিস্যা ও মহাপরিকল্পনার বাস্তবায়নের জন্য আমরা আন্দোলনে নেমেছি। সরকার যদি দ্রুত দাবি মেনে না নেয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধিরা]
সংস্কার কমবেশির শর্ত দিয়ে অন্তর্বর্তী সরকারের দিক থেকে ঘুরেফিরে বারবার বলা হচ্ছে, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু জুন পর্যন্ত সময় দিতে নারাজ বিএনপি। দলটির দাবি, সংস্কারের জন্য নির্বাচন বিলম্ব করার কোনো কারণ নেই। ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায়। এই দাবি আদায়
৩ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলছেন, ‘দেশে ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ আবার কিন্তু ভয়াবহ ফ্যাসিবাদ তৈরি করবে। একটা ভয়ংকর ফ্যাসিবাদ তৈরি করতে চাইবে। এ সুযোগ দেশের মানুষ আর কখনো দেবে না, দিতে চায় না। সে জন্য এই সরকারকে আরও বেশি তৎপর হতে হবে।’ আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর
৭ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এনফ্রেলের প্রতিনিধিদল। আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করে তারা।
৯ ঘণ্টা আগেসমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও গার্মেন্টসশ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জের রবিনটেক্স গার্মেন্টসের গ্রেপ্তার শ্রমিকদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি
১২ ঘণ্টা আগে