Ajker Patrika

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন তাঁরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৭: ৫৩
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন তাঁরা

চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ইউপিগুলোর প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

আজ রোববার দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকা গণমাধ্যমে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থীদের এই তালিকা চূড়ান্ত করা হয়। এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে পাবনার আটঘরিয়া, নরসিংদীর রায়পুরা ও কক্সবাজারের টেকনাফ পৌরসভার প্রার্থীও চূড়ান্ত করা হয়। 

পাবনার আটঘরিয়া পৌরসভায় শহিদুল ইসলাম রতন, রায়পুরা পৌরসভা মাহবুব আলম শাহীন এবং টেকনাফ পৌরসভায় মোহাম্মদ ইসলামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। 

আওয়ামী লীগের প্রার্থী হলেন যাঁরা:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত