নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ভোটকেন্দ্রে ভোট ডাকাতির কথা নির্বাচনী সভায় স্বীকার করে বক্তব্য দিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোনা বড়ুয়া। তিনি বলেছেন, ‘আমি একটি কথা বলতে চাই। ২০১৪ সালের নির্বাচনে আমরা ভোট ডাকাতি করেছি। সোজা কথা। আমরা এমনিতে ক্ষমতায় আসিনি। ২০১৮ সালের নির্বাচনেও ভোট ডাকাতি করেছি।’
গতকাল রোববার বড়হাতিয়ায় নির্বাচনী প্রচারণা কার্যালয় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই দিন সাতকানিয়া-লোহাগাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।
২০১৪ ও ২০১৮ সালে এই আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী জয়ী হন। এবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান জামায়ত ঘরানার হিসেবে পরিচিত নদভী। ২০১৪ ও ১৮ সালে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের আ ন ম শামসুল ইসলাম।
চট্টগ্রামের লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোনা বড়ুয়া একসময় নদভীর গ্রুপ করতেন। এখন নদভী ছেড়ে মোতালেবের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। মোতালেবও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
নির্বাচনী প্রচারণা কার্যালয় উদ্বোধনের সময় রোনা বড়ুয়া আরও বলেন, ‘এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বারবার বলেন, ‘‘আমাদেরকে বহির্বিশ্বে চাপ দিচ্ছে।” সুতরাং, আমাদের একজনের গায়ে আরেকজন না পড়ে, লাইন ধরে ভোট দিতে হবে। এটি বহির্বিশ্বে দেখাতে হবে।’
ভোট ডাকাতির মতো এ রকম স্পর্শকাতর বক্তব্যের বিষয়ে জানতে রোনা বড়ুয়ার ব্যক্তিগত মোবাইল ফোনে কয়েকবার কল দিয়েও তাঁকে পাওয়া যায়নি। বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা শুরুর পর থেকে তাঁর মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালে রোনা বড়ুয়ার এলাকায় জামায়াত-শিবির ভোট ডাকাতি করেছিল। সেটিকে বুঝিয়েছেন তিনি।’
ভোটকেন্দ্রে ভোট ডাকাতির কথা নির্বাচনী সভায় স্বীকার করে বক্তব্য দিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোনা বড়ুয়া। তিনি বলেছেন, ‘আমি একটি কথা বলতে চাই। ২০১৪ সালের নির্বাচনে আমরা ভোট ডাকাতি করেছি। সোজা কথা। আমরা এমনিতে ক্ষমতায় আসিনি। ২০১৮ সালের নির্বাচনেও ভোট ডাকাতি করেছি।’
গতকাল রোববার বড়হাতিয়ায় নির্বাচনী প্রচারণা কার্যালয় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই দিন সাতকানিয়া-লোহাগাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।
২০১৪ ও ২০১৮ সালে এই আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী জয়ী হন। এবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান জামায়ত ঘরানার হিসেবে পরিচিত নদভী। ২০১৪ ও ১৮ সালে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের আ ন ম শামসুল ইসলাম।
চট্টগ্রামের লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোনা বড়ুয়া একসময় নদভীর গ্রুপ করতেন। এখন নদভী ছেড়ে মোতালেবের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। মোতালেবও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
নির্বাচনী প্রচারণা কার্যালয় উদ্বোধনের সময় রোনা বড়ুয়া আরও বলেন, ‘এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বারবার বলেন, ‘‘আমাদেরকে বহির্বিশ্বে চাপ দিচ্ছে।” সুতরাং, আমাদের একজনের গায়ে আরেকজন না পড়ে, লাইন ধরে ভোট দিতে হবে। এটি বহির্বিশ্বে দেখাতে হবে।’
ভোট ডাকাতির মতো এ রকম স্পর্শকাতর বক্তব্যের বিষয়ে জানতে রোনা বড়ুয়ার ব্যক্তিগত মোবাইল ফোনে কয়েকবার কল দিয়েও তাঁকে পাওয়া যায়নি। বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা শুরুর পর থেকে তাঁর মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালে রোনা বড়ুয়ার এলাকায় জামায়াত-শিবির ভোট ডাকাতি করেছিল। সেটিকে বুঝিয়েছেন তিনি।’
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আগামী বছরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনিবার্য। তবে কোনো অপরিপক্ব বা প্রহসনের নির্বাচন জনগণ আর মেনে নেবে না। নির্বাচন হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও পেশিশক্তি ও কালোটাকামুক্ত। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে এই নির্বাচনও ব্যর্থ হবে। প্রবাসীদের ভোটাধিকার
৪৩ মিনিট আগেগণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আগামী ৫ আগস্ট বা এর পরবর্তী দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে বলে জনগণ আশা করে। তিনি মনে করেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা রাজনৈতিক স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ
১ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমিকা নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগেবজলুর রশীদ ফিরোজ বলেন, ‘সরকার যখন খুব বিপদে পড়ে, আর সামলাতে পারছে না, টালমাটাল অবস্থা এবং মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে, তখন রাজনৈতিক দলগুলোকে ডাকে। তারা দেখাতে চায় যে, এরা সবাই আমার সঙ্গে আছে। আমরা এই সরকারকে সমর্থন করেছি ঠিক, কিন্তু অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো কাজ করলে আমরা এই...
২ ঘণ্টা আগে