Ajker Patrika

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জীবন বাঁচান: বাম গণতান্ত্রিক জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জীবন বাঁচান: বাম গণতান্ত্রিক জোট

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ এবং গ্রাম-শহর সর্বত্র ওএমএস ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়ে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বাম দলগুলোর সম্মিলিত জোট। 

সমাবেশে কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হয়েছে। ভারত, থাইল্যান্ডসহ আন্তর্জাতিক বাজারে চালের দাম ১৫ শতাংশ কমলেও বাংলাদেশে এ সময়ে চালের দাম ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে তেল, পেঁয়াজ, চিনির দামও বাড়ছে পাল্লা দিয়ে। সরকার বলছে মজুত পর্যাপ্ত আছে তারপরও দাম বৃদ্ধির কারণ কি? এর কোন জবাব নাই।’ 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা করছে। ফলে জনগণ সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে। বর্তমান সরকার ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় আসার কারণে জনগণের প্রতি তার কোন দায় নেই।’

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ এর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত