Ajker Patrika

বিএনপি ভাড়াটিয়া নেতা ড. কামালকে এনেছিল, তিনিও সরে গেছেন: শ ম রেজাউল করিম

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৫: ৪১
বিএনপি ভাড়াটিয়া নেতা ড. কামালকে এনেছিল, তিনিও সরে গেছেন: শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা নেই। ভাড়াটিয়া নেতা ড. কামাল হোসেনকে এনেছিল, তিনিও সরে গেছেন। বর্তমানে বিদেশি মুরব্বিদের কথায় এর-ওর কাছে ধরনা দিয়ে চলছে। তারা এখন দিশেহারা অবস্থায়। বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন বসে থাকবে না।

আজ শনিবার দুপুরে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, ১৯৭০ সালের নির্বাচনে মওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি নির্বাচনে আসেনি। তাতে বাংলাদেশের নির্বাচন বন্ধ থাকেনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বিএনপি নির্বাচনে আসবে না। কারণ, তারা বিজয়ী হতে পারবে না। ২০-দলীয় জোটে অনেক দল আছে তাদের নামও জানি না। ১২-দলীয় জোট হয়েছে, সেখানে একটি দলেরও রেজিস্ট্রেশন নেই। এ-জাতীয় লোকেরা হালুয়া-রুটির লোভে এখানে-ওখানে যাবে। বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন হবে। অসংখ্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে অপেক্ষা করছে।

প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে সদর ফায়ার স্টেশনের ভবন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ওবায়দুর রহমান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত