Ajker Patrika

এ দেশের মানুষ নির্বাচন, গণতন্ত্র ও ভোটের পক্ষে: আরাফাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৮: ৫২
এ দেশের মানুষ নির্বাচন, গণতন্ত্র ও ভোটের পক্ষে: আরাফাত

বাংলাদেশের মানুষ নির্বাচন, গণতন্ত্র ও ভোটের পক্ষে উল্লেখ করে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। আজ সোমবার রাজধানীর কড়াইল আদর্শনগর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। 

মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘বাংলাদেশের মানুষ নির্বাচন, গণতন্ত্র ও ভোটের পক্ষে। কোনো চক্রান্তকারী যেন নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা যত ভোটের বিপক্ষে থাকবে, আমরা ততটাই ভোট বিপ্লব ঘটাব। একটি আধুনিক, প্রগতিশীল, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে আমাদের নিজেদের প্রয়োজনে। অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ ও সকল অপশক্তিকে মোকাবিলা করার জন্য আবারও স্বাধীনতার মার্কা নৌকা মার্কায় ভোট দিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত