Ajker Patrika

হেফাজতের অর্ধশতাধিক নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৯ মে ২০২১, ২২: ০৩
হেফাজতের অর্ধশতাধিক নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু, তদন্ত কমিটি গঠন

ঢাকা: হেফাজত ইসলামের নেতা মামুনুল-বাবু নগরীসহ অর্ধশতাধিক ব্যক্তির অবৈধ সম্পদ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সংস্থাটির বিশেষ অনুসন্ধান-১ এর মহাপরিচালক সাইদ মাহমুদ খানের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়।

দুদকের একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।

দুদক জানায়, সংগঠনের সদ্যবিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার লেনদেন, মানি লন্ডারিং ও সম্পদের অভিযোগে অনুসন্ধান করছে সংস্থাটি। এছাড়াও অন্য নেতাদের টাকার উৎসের খোঁজ নেওয়া হচ্ছে। দেশে-বিদেশে অর্থের জোগানদাতাদেরও চিহ্নিত করবে সংস্থাটি। এরই মধ্যে হেফাজতে ইসলামের অর্থের জোগানদাতা হিসেবে ৩১৩ জনকে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (ডিবি)।

গত ৪ এপ্রিল বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে জুনায়েদ বাবুনগরীসহ অন্যান্য নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তাঁদের ব্যাংক হিসাবে জমা থাকা টাকা, লেনদেনের হিসাবসহ যাবতীয় তথ্য চেয়ে সব তফসিলি ব্যাংককে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ব্যাংক হিসাব তলব করা অন্য নেতাদের মধ্যে রয়েছেন— হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক সহসভাপতি মুহাম্মদ মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, মহাসচিব সৈয়দ ফয়জুল করীম, আল-হাইআতুল উলয়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদসহ মোট ৫৪ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত