Ajker Patrika

আ.লীগকে প্রশ্ন করার আগে বিএনপি নেতাদের আয়না দেখার পরামর্শ দিলেন হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৭: ০০
আ.লীগকে প্রশ্ন করার আগে বিএনপি নেতাদের আয়না দেখার পরামর্শ দিলেন হানিফ

আওয়ামী লীগ সরকারের বিষয়ে কোনো প্রশ্ন করার আগে বিএনপি নেতা-কর্মীদের নিজের চেহারা আয়নায় দেখার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। 

আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়ার বাসভবনে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ‘লজ্জা হওয়া উচিত’ উল্লেখ করে হানিফ বলেন, ‘বিএনপির জন্মই হয়েছে অবৈধ পন্থায়। যে দলের নেতা-নেত্রী অর্থ আত্মসাৎ ও দুর্নীতির মামলায় জেলে রয়েছে, সেই দলের নেতার মুখে অন্য কোনো দলকে অবৈধ বলা শোভা পায় না।’ 

হানিফ বলেন, বিএনপি বহুবার সরকার পতনের জন্য আলটিমেটাম দিয়েছে। আলটিমেটামে তো কোনো কাজ হয়নি। কারণ আওয়ামী লীগ সরকারের ওপর দেশের ৭০ ভাগ মানুষের আস্থা আছে। এ জন্য আওয়ামী লীগ সরকার বিএনপির হুমকিতে ভয় পাচ্ছে না। 

আন্দোলন ছেড়ে বিএনপি নেতা-কর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, সেটি না করে বিএনপি যদি রাজনৈতিক কর্মসূচির নামে জনজীবন বিপর্যস্ত করে, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড করে, তাহলে কঠোরভাবে দমন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত