Ajker Patrika

গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক পিছিয়ে ১০ জুলাই 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৬: ৫৮
গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক পিছিয়ে ১০ জুলাই 

সরকার পতনের এক দফা আন্দোলনকে সামনে রেখে ‘যৌথ রূপরেখা’ নিয়ে বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠকের তারিখ পরিবর্তন করে ১০ জুলাই নির্ধারণ করা হয়েছে। ওই দিন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজ বুধবার বিকেলে এই বৈঠক হওয়ার কথা থাকলেও ‘অনিবার্য কারণে’ তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নিজেরাও এখনো আলোচনা শেষ করতে পারিনি। অন্যদিকে বিএনপির যে নেতারা বসার কথা, তাঁদের কেউ কেউ আজ থাকতে পারছেন না। এ অবস্থায় বৈঠকের তারিখ পরিবর্তন করা হয়েছে।’

যৌথ রূপরেখা ঘোষণার প্রস্তুতি প্রসঙ্গে সাইফুল হক বলেন, ‘ইতিবাচকভাবে এই প্রক্রিয়া এগোচ্ছে। আশা করছি জুলাইয়ের মাঝামাঝি রূপরেখার ঘোষণা আসবে। এক মঞ্চ থেকে নয়, যুগপৎভাবে শরিকেরা পৃথক মঞ্চ থেকে এই ঘোষণা দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত