নিজস্ব প্রতিবেদক
ঢাকা: কারাগারে যাওয়া হেফাজত নেতাদের আপাতত আর নতুন করে রিমান্ড আবেদন করা হচ্ছে না। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হয়েছে। নাশকতায় সরাসরি জড়িত ও ইন্ধনদাতাদের তালিকা করা হয়েছে। তালিকা ধরে বাকিদের গ্রেপ্তার করা হবে বলে সোমবার বিকালে আজকের পত্রিকাকে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম।
নাশকতার মামলায় ডিবির হাতে গ্রেপ্তার হওয়া হেফাজতের ২৫ শীর্ষ নেতা বর্তমানে কারাগারে রয়েছেন।
মাহবুব আলম বলেন, নাশকতার সাথে জড়িত নতুন আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করছি। অর্থদাতা ও ইন্ধনদাতাসহ সরাসরি হামলায় জড়িতদের গ্রেপ্তারে কোনও ছাড় দেওয়া হবে না। জামায়াত থেকে যারা হেফাজতে এসেছে এবং জামায়াতের নেতৃত্বে থাকা যারা নাশকতায় ইন্ধন দিয়েছে তাঁদেরকে গ্রেপ্তার করা হবে। তবে হেফাজতের নাশকতায় নেই, সরাসরি জামায়াত করে এমন নেতাদের আপাতত গ্রেপ্তারের সিদ্ধান্ত নেই।
নতুন করে হেফাজতের শীর্ষ নেতাদের রিমান্ড আবেদন না করার কারণ হিসাবে তিনি বলেন, হেফাজতের কিছু মামলা সিআইডিসহ অন্যান্য সংস্থায় হস্তান্তর করা হয়েছে। সিআইডি তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে। তাই নতুন করে ডিবি তাঁদের আপাতত রিমান্ডে আনবে না।
সিআইডি কর্মকর্তারা জানান, ২০১৬ সালের পাঁচটি মামলা ও সাম্প্রতিক সময়ের ১৮টি মামলাসহ মোট ২৩টি মামলার তদন্ত করছে সিআইডি। হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় যারা সরাসরি জড়িত ছিলও, ইন্ধন দিয়েছে তাঁদেরকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে যেসব হেফাজত নেতা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন তাঁদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।
এর আগে সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত কাজ শেষ করা হবে। অপরাধের সঙ্গে জড়িতের গ্রেপ্তারের পাশাপাশি গ্রপ্তারকৃত হেফাজত নেতাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
ঢাকা: কারাগারে যাওয়া হেফাজত নেতাদের আপাতত আর নতুন করে রিমান্ড আবেদন করা হচ্ছে না। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হয়েছে। নাশকতায় সরাসরি জড়িত ও ইন্ধনদাতাদের তালিকা করা হয়েছে। তালিকা ধরে বাকিদের গ্রেপ্তার করা হবে বলে সোমবার বিকালে আজকের পত্রিকাকে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম।
নাশকতার মামলায় ডিবির হাতে গ্রেপ্তার হওয়া হেফাজতের ২৫ শীর্ষ নেতা বর্তমানে কারাগারে রয়েছেন।
মাহবুব আলম বলেন, নাশকতার সাথে জড়িত নতুন আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করছি। অর্থদাতা ও ইন্ধনদাতাসহ সরাসরি হামলায় জড়িতদের গ্রেপ্তারে কোনও ছাড় দেওয়া হবে না। জামায়াত থেকে যারা হেফাজতে এসেছে এবং জামায়াতের নেতৃত্বে থাকা যারা নাশকতায় ইন্ধন দিয়েছে তাঁদেরকে গ্রেপ্তার করা হবে। তবে হেফাজতের নাশকতায় নেই, সরাসরি জামায়াত করে এমন নেতাদের আপাতত গ্রেপ্তারের সিদ্ধান্ত নেই।
নতুন করে হেফাজতের শীর্ষ নেতাদের রিমান্ড আবেদন না করার কারণ হিসাবে তিনি বলেন, হেফাজতের কিছু মামলা সিআইডিসহ অন্যান্য সংস্থায় হস্তান্তর করা হয়েছে। সিআইডি তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে। তাই নতুন করে ডিবি তাঁদের আপাতত রিমান্ডে আনবে না।
সিআইডি কর্মকর্তারা জানান, ২০১৬ সালের পাঁচটি মামলা ও সাম্প্রতিক সময়ের ১৮টি মামলাসহ মোট ২৩টি মামলার তদন্ত করছে সিআইডি। হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় যারা সরাসরি জড়িত ছিলও, ইন্ধন দিয়েছে তাঁদেরকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে যেসব হেফাজত নেতা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন তাঁদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।
এর আগে সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত কাজ শেষ করা হবে। অপরাধের সঙ্গে জড়িতের গ্রেপ্তারের পাশাপাশি গ্রপ্তারকৃত হেফাজত নেতাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারকে কীভাবে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, তা ঠিক করার পরামর্শ দিয়েছেন। আজ বুধবার ঢাকার একটি হোটেলে ‘ডেমোক্রেসি ডায়াস’ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান আয়োজিত এক সেমিনারে তিনি এই পরামর্শ দেন।
৫ ঘণ্টা আগেজুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি, বাস্তবায়ন প্রক্রিয়া জামায়াত চায় বলে জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ‘এখন প্রশ্ন হচ্ছে, এই সনদকে আইনি মর্যাদা কীভাবে দেওয়া যাবে। আমাদের মতে, যেভাবে অতীতে পঞ্চম ও সপ্তম সংশোধনীর মাধ্যমে গণভোট ও প্রক্লেমেশন র্যাটিফাই
৬ ঘণ্টা আগেজাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে যুক্তি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘প্রধান উপদেষ্টার স্বাক্ষরসহ, সংস্কার কমিশনের সব চেয়ারম্যান, ঐকমত্য কমিশনের সব সদস্য, জাতীয় নেতারা ও সব দলের প্রতিনিধির স্বাক্ষরসহ একটি সনদ তৈরি হবে—তা ওয়েবসাইটে প্রকাশিত হবে, পত্রিকায়
৮ ঘণ্টা আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষার্থীরা সন্তানের চেয়ে বড়, তার দৃষ্টান্ত রেখে গেছেন মাইলস্টোনের শিক্ষক মাহরীন চৌধুরী।
৮ ঘণ্টা আগে