আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা খুনি-রাজাকার, তাদের নিয়ে জিয়াউর রহমান সরকার গঠন করেছিলেন। আজ শুক্রবার সকালে তাঁর নির্বাচনী এলাকা আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর উচ্চবিদ্যালয়ে দলীয় বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিলেন। বঙ্গবন্ধুকে যাঁরা খুন করেছিলেন, তাঁদের জিয়াউর রহমান আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি দিয়ে রাষ্ট্রদূত বানিয়েছিলেন।’
সাইবার সিকিউরিটি অ্যাক্টের অপব্যাখ্যা নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে ধারাগুলো নিয়ে সাংবাদিক মহলের আপত্তি ছিল, সেই ধারাগুলোর আমূল পরিবর্তন করা হয়েছে। যেসব প্রশ্ন উত্থাপন করা হয়েছে, এইটা সাইবার সিকিউরিটি অ্যাক্টের অপব্যাখ্যা।’
আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজনু মিয়া এতে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, স্কুল পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল হোসেন প্রমুখ।
ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পরিবর্তন করে জাতীয় সংসদে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামের নতুন যে আইন পাস হয়েছে, সেখানে পুলিশকে বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। এ কারণে নতুন এই আইনের মাধ্যমেও মানবাধিকার লঙ্ঘনের সুযোগ রয়ে গেছে বলে সংশ্লিষ্ট বিভিন্ন মহল মনে করছে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা খুনি-রাজাকার, তাদের নিয়ে জিয়াউর রহমান সরকার গঠন করেছিলেন। আজ শুক্রবার সকালে তাঁর নির্বাচনী এলাকা আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর উচ্চবিদ্যালয়ে দলীয় বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিলেন। বঙ্গবন্ধুকে যাঁরা খুন করেছিলেন, তাঁদের জিয়াউর রহমান আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি দিয়ে রাষ্ট্রদূত বানিয়েছিলেন।’
সাইবার সিকিউরিটি অ্যাক্টের অপব্যাখ্যা নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে ধারাগুলো নিয়ে সাংবাদিক মহলের আপত্তি ছিল, সেই ধারাগুলোর আমূল পরিবর্তন করা হয়েছে। যেসব প্রশ্ন উত্থাপন করা হয়েছে, এইটা সাইবার সিকিউরিটি অ্যাক্টের অপব্যাখ্যা।’
আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজনু মিয়া এতে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, স্কুল পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল হোসেন প্রমুখ।
ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পরিবর্তন করে জাতীয় সংসদে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামের নতুন যে আইন পাস হয়েছে, সেখানে পুলিশকে বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। এ কারণে নতুন এই আইনের মাধ্যমেও মানবাধিকার লঙ্ঘনের সুযোগ রয়ে গেছে বলে সংশ্লিষ্ট বিভিন্ন মহল মনে করছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রশাসনে যেসব কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে তাঁরা রাজনৈতিকভাবে হয় বিএনপি, নয় জামায়াত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
১১ ঘণ্টা আগেঅতীতে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সংবিধানে মূলনীতি হিসেবে দলীয় বক্তব্য চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। অর্থবিল ও আস্থা ভোটে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তে ভোটের পক্ষে রয়েছে। নিরবচ্ছিন্ন ইন্টারনেটকে মৌলিক অধিকারে
১৪ ঘণ্টা আগেনির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রয়োজন নেই। কারণ, এই সরকারকে তো আমরাই সমর্থন দিয়ে বসিয়েছি।’
১৫ ঘণ্টা আগেভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের কোলে বসা যাবে না বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. আনু মুহাম্মদ।
১৫ ঘণ্টা আগে