Ajker Patrika

জিয়াউর রহমান খুনি-রাজাকারদের নিয়ে সরকার গঠন করেছিলেন: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২০: ২৮
জিয়াউর রহমান খুনি-রাজাকারদের নিয়ে সরকার গঠন করেছিলেন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা খুনি-রাজাকার, তাদের নিয়ে জিয়াউর রহমান সরকার গঠন করেছিলেন। আজ শুক্রবার সকালে তাঁর নির্বাচনী এলাকা আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর উচ্চবিদ্যালয়ে দলীয় বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

আইনমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিলেন। বঙ্গবন্ধুকে যাঁরা খুন করেছিলেন, তাঁদের জিয়াউর রহমান আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি দিয়ে রাষ্ট্রদূত বানিয়েছিলেন।’ 

সাইবার সিকিউরিটি অ্যাক্টের অপব্যাখ্যা নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে ধারাগুলো নিয়ে সাংবাদিক মহলের আপত্তি ছিল, সেই ধারাগুলোর আমূল পরিবর্তন করা হয়েছে। যেসব প্রশ্ন উত্থাপন করা হয়েছে, এইটা সাইবার সিকিউরিটি অ্যাক্টের অপব্যাখ্যা।’ 

আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজনু মিয়া এতে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, স্কুল পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল হোসেন প্রমুখ। 

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পরিবর্তন করে জাতীয় সংসদে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামের নতুন যে আইন পাস হয়েছে, সেখানে পুলিশকে বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। এ কারণে নতুন এই আইনের মাধ্যমেও মানবাধিকার লঙ্ঘনের সুযোগ রয়ে গেছে বলে সংশ্লিষ্ট বিভিন্ন মহল মনে করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত