Ajker Patrika

খন্দকার মাহবুবের জানাজা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ২০: ২৬
খন্দকার মাহবুবের জানাজা অনুষ্ঠিত 

বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী ওলামা দলের ভারপ্রাপ্ত সদস্যসচিব আবুল হোসেন জানাজা পরিচালনা করেন।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শাজাহান ওমর, উপদেষ্টা পরিষদের হাবিবুর রহমান হাবিব, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, আবেদ রাজা, আব্দুস সাত্তার পাটোয়ারী, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান প্রমুখ। 

জানাজার আগে খন্দকার মোশাররফ হোসেন বলেন, মাহবুব হোসেন বাংলাদেশের আইন অঙ্গনে সাধারণ মানুষের সুবিচার নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। একইভাবে দেশ, দল ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর হারিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশ এখন যোগ্য অভিভাবক হারাল। তাঁর মৃত্যুতে দেশের আইন অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত