Ajker Patrika

বিএনপির ৭ সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৫: ৪০
বিএনপির ৭ সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা

স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির ৭ সংসদ সদস্য।

আজ শনিবার বিএনপির ঢাকার গণসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম সিরাজ দলের পক্ষ থেকে এই ঘোষণা দেন।

সমাবেশে গোলাম সিরাজ বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি আর সংসদে যাবে না। দলের সব সংসদ সদস্য পদত্যাগপত্রে সই করেছেন। যেকোনো সময় তা স্পিকারের কাছে জমা দেওয়া হবে।

একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা।ওপরে বাঁ থেকে মো. হারুনুর রশীদ, মোশাররফ হোসেন, আবদুস সাত্তার ভুঁইয়া, রুমিন ফারহানা; নীচে বাঁ থেকে জি এম সিরাজ, মো. আমিনুল ইসলাম ও মো. জাহিদুর রহমান। ফাইল ছবি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা পদত্যাগের ঘোষণা দিয়ে সমাবেশে বলেন, ‘এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। যেই সংসদ বিনা ভোটের সংসদ, যেই সংসদ ভোট চোরের সংসদ; যেই সংসদে সাধারণ মানুষের পক্ষে কথা বলা যায় না, সেই সংসদে থাকার কোনো প্রয়োজন মনে করি না।’ 

‘দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সংসদ থেকে পদত্যাগ করেছি। আমাদের পদত্যাগপত্র ইতিমধ্যে ই-মেইলে পাঠানো হয়েছে। কাল রোববার আমাদের স্বাক্ষর করা পদত্যাগপত্র হাতে হাতে সংসদে পৌঁছে দেব।’

পদত্যাগের চিঠি পাইনি: স্পিকার

বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা দিয়ে ই-মেইল পাঠানোর বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বিএনপির সংসদ সদস্যদের কোনো চিঠি আমি পাইনি। আমার কাছে কোনো চিঠি আসেনি।’

তিনি বলেন, ‘(বিএনপির সদস্যরা) কোথায় বলেছেন বলতে পারি না। আজ তো অফিস বন্ধ। আমার কাছে কোনো চিঠি আসেনি।’

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত