Ajker Patrika

জি এম কাদের-রওশন এরশাদ বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৩: ১১
জি এম কাদের-রওশন এরশাদ বৈঠক

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মধ্যে বৈঠক হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু অংশ নিয়েছিলেন। বৈঠকের বিষয়টি নিশ্চিত করে সেন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’ 

বৈঠক প্রসঙ্গে শফিকুল ইসলাম সেন্টু আরও জানান, জাপার শীর্ষ দুই নেতা সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। বৈঠকের মধ্য দিয়ে কাদের ও রওশন সমঝোতায় পৌঁছেছেন বলেও দাবি করেছেন সেন্টু। তাঁর ভাষায় ‘দেবর-ভাবি মিলে গেছেন’। 

বৈঠক প্রসঙ্গে জানতে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নুকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। 

গত রোববার পাঁচ মাস পর থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রওশন এরশাদ। দেশে ফিরেই তিনি বলেছিলেন, তিনি কাদেরসহ জাপার সবার সঙ্গে আলোচনা করবেন। 

রওশন এরশাদ ২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশন শেষে দ্বিতীয় দফায় গত ৫ জুলাই চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ডে গিয়েছিলেন। প্রায় পাঁচ মাস পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে রোববার তিনি দেশে ফিরেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত