Ajker Patrika

আইন দিয়ে ঘায়েল করে নির্বাচন পার করতে চায় সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৭: ০৫
আইন দিয়ে ঘায়েল করে নির্বাচন পার করতে চায় সরকার: মির্জা ফখরুল

দেশের বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে দলীয়করণ করে বিরোধী নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত কারারুদ্ধ করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনে সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের কথা বলার ও লেখার স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। আগামী নির্বাচনেও প্রতিপক্ষকে সরকার আইন দিয়ে ঘায়েল করে পার হতে চায়।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপি আয়োজিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন, গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামো’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগের বিচার পাওয়া এখন একটা ভাগ্যের ব্যাপার। সামনে নির্বাচনকে রেখে তারা (সরকার) নতুন নতুন আইন করছে। যাতে কেউ রুখে দাঁড়াতে না পারে, প্রতিবাদ না করতে পারে। নির্বাচনে প্রতিপক্ষকে আইন দিয়ে ঘায়েল করে এরা পার হতে চায়।’ এ সময় তিনি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

সরকার জাতিকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে জানিয়ে তিনি বলেন, কীভাবে নাগরিককে ভয়ভীতি দেখিয়ে দাস করে রাখা যায়; তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বাংলাদেশে। এরা রাজতন্ত্র কায়েম করতে চায়।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে দেশের জনগণ ভোটাধিকার ফিরে পাবে উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন তত্ত্বাবধায়ক সরকার মানতেই চায় না। তারা বলে এটা বাতিল হয়েছে, কবর হয়েছে। আপনারা যখন এই ব্যবস্থার দাবিতে আন্দোলন করেছিলেন তখন কি এটা জীবন্ত ছিল? আমরা তো আপনাদের দাবি মেনেছিলাম। তত্ত্বাবধায়ক সরকার আমাদের সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিল।’

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই সরকার ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের সব যন্ত্র ব্যবহার করছে। এর একটি যন্ত্র হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। এই আইন গণতন্ত্র পরিপন্থী। আমাদের কণ্ঠ রোধ করতে তারা সব যন্ত্র ব্যবহার করছে।’

সেমিনারে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বরকত উল্লা বুলু, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সদস্যসচিব নুরুল হক নুর প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত