Ajker Patrika

জনগণের দাবিকে আমরা ১০ দফায় রূপান্তর করেছি: খন্দকার মোশাররফ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১২: ৫৩
জনগণের দাবিকে আমরা ১০ দফায় রূপান্তর করেছি: খন্দকার মোশাররফ

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘জনগণের দাবিকে আমরা ১০ দফায় রূপান্তর করেছি।’ এ সময় তিনি ১০ দফায় জনগণকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।

আজ শুক্রবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে খন্দকার মোশাররফ ক্ষমতাসীনদের উদ্দেশে বলেন, ‘গায়ের জোরে আগে ক্ষমতায় এসেছেন, দিনের ভোট রাতে ডাকাতি করে আবার একই ধরনের নির্বাচন করার জন্য সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের ওপরে নির্যাতন-নিপীড়ন শুরু করেছেন। আপনারা জানেন, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি আজকে কারাগারে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজকে কারাগারে, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আজকে কারাগারে। এতে সরকারের যে দমননীতি চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে, তাতে সারা দেশের মানুষ ক্ষুব্ধ। শুধু আমাদের দেশে নয়, সেটা আন্তর্জাতিকভাবেও।’ 

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমাদের দেশে সুস্থ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার মানুষ চায়। আন্তর্জাতিক সক্রিয়তা চায়। তাই আমরা এই বিজয় দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে ১০ দফা দিয়েছি, তা দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ থাকতে এবং আগামী দিনে আমরা যাতে শান্তি ও স্বস্তির নিশ্বাস ফেলতে পারি, যাতে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়, জনগণের প্রতি সেই আহ্বান জানাই।’ 

মুক্তিযুদ্ধের স্বপ্নের প্রসঙ্গ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র এই সদস্য বলেন, ‘মানবাধিকার এবং এ দেশের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, দুর্ভাগ্য আমাদের, আজকে ৫১ বছর পরেও বলতে হয়, বাঙালির সেই মুক্তিযুদ্ধের চেতনা আজকে সম্পূর্ণ ভূলুণ্ঠিত হয়েছে। গণতন্ত্র নেই, লুটপাট, চাঁদাবাজি, দেশের টাকা বিদেশে, তার জন্য আমাদের অর্থনীতি ধ্বংসপ্রায়, দেশের মানুষ আজ দিশেহারা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত