Ajker Patrika

আগামী নির্বাচন জোটবদ্ধভাবে হবে: আমির হোসেন আমু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

আগামী নির্বাচন ১৪ দল জোটবদ্ধভাবে করবে বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু। আজ মঙ্গলবার দুপুরে গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে আলোচনা শেষে এ তথ্য জানান আমু। তিন বছর পর এই সভা অনুষ্ঠিত হয়। 

আমির হোসেন আমুর বলেন, করোনাকালে প্রধানমন্ত্রীর কার্যক্রম ও ভূমিকার প্রশংসা করেছে ১৪ দল। সারা দেশের মানুষকে করোনার টিকা দেওয়া ও করোনা মোকাবিলায় দক্ষতা প্রদর্শনের কারণে তিনি প্রশংসিত হয়েছেন। তিনি বলেন, ‘১৪ দলের ঐক্য বজায় থাকবে। জোটবদ্ধভাবে নির্বাচন করা হবে। সাম্প্রদায়িক শক্তির উত্থান প্রতিহতে ১৪ দলের যে ভূমিকা, সেটিও অব্যাহত থাকবে।’ 

নির্বাচনে আসন বণ্টনের বিষয়ে বিষয়ে জানতে চাইলে এই আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘এখনই আসনের বিষয়ে সিদ্ধান্ত হবে না। এ জন্য আরও আলোচনা প্রয়োজন। এটি অনেক বিষয়ের ওপর নির্ভর করে। নির্বাচনের তারিখ ঘোষণার পর এ বিষয়ে আলোচনা হবে।’ 

বিএনপি যদি নির্বাচনে না আসে তখনো কি জোটবদ্ধ নির্বাচন হবে—এমন প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে না, এটা তারা বলছে। কিন্তু শেষ মুহূর্তে কী করবে, এটা দেখার পর আমরা সিদ্ধান্ত নেব।’ বিএনপির দেশব্যাপী আন্দোলনের বিরুদ্ধে ১৪ দল মাঠে নামবে জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনের বিরুদ্ধে ১৪ দল মাঠে নামবে। প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে যে নির্দেশ দেবেন, সে অনুযায়ী ১৪ দল মাঠে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত