Ajker Patrika

প্রতীক বরাদ্দের পর ঢাকায় খসরু-শেরীফার নির্বাচনী প্রচারণা শুরু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি:
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১০: ০৪
প্রতীক বরাদ্দের পর ঢাকায় খসরু-শেরীফার নির্বাচনী প্রচারণা শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. খসরু চৌধুরী এবং জাতীয় পার্টির প্রার্থী শেরীফা কাদের। 

খসরু চৌধুরী হলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং শেরীফা কাদের হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের সহধর্মিণী। 

মাগরিবের নামাজের পর থেকে উত্তরার বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন দুই প্রার্থী। বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন প্রার্থীরা। আবার প্রার্থীদের সমর্থকেরাও বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন। 

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা জানিয়েছেন, কেটলি প্রতীক বরাদ্দের পর খসরু চৌধুরী সোমবার মাগরিবের নামাজ আদায় করেছেন ১০ নম্বর সেক্টর মসজিদে। পরে প্রথমে তুরাগে গণসংযোগ করেন। তারপর তিনি দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় গণসংযোগ করেন। 

অন্যদিকে সন্ধ্যার পর থেকে উত্তরার তুরাগ, উত্তরখান, দক্ষিণখান এলাকায় লাঙ্গলের প্রার্থী শেরীফা কাদেরের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত