Ajker Patrika

‘বাংলার ইয়াজিদ’ হাসিনার বিচার শেষ না করে আমরা রাজপথ ছাড়ব না: সামান্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৯: ৩৬
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ছবি: সংগৃহীত
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ‘শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে সবাইকে রাজপথে থাকতে হবে। বাংলার এই ইয়াজিদের বিচার জনগণের আদালতে হবেই। আমরা মাঠ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। ইনশা আল্লাহ ছাড়ব না।’

আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইশতেহার এবং জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে আয়োজিত এক জনসমাবেশে সামান্তা শারমিন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজ আমরা যুদ্ধের প্রস্তুতির ডাক নিয়ে এসেছি। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি—সব জায়গায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আমাদের সামনে আর কোনো পথ নেই, এই রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পাল্টাতে হবে।’

সামান্তা শারমিন বলেন, ‘শহীদের রক্ত, আহতদের আহ্বান ও শহীদ পরিবারের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপি গড়ে উঠেছে। আমরা পথে-পথে গিয়েছি, প্রতিটি জেলার বাতাস গায়ে মেখে এসেছি। আমাদের এই দল কারও দয়ায় নয়, এই জনগণের নিজস্ব সংগ্রামের ফসল।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের শিক্ষা আন্দোলন, চাকরি আন্দোলন—সবকিছুর কেন্দ্রে যে বঞ্চনা, আমরা তার রাজনৈতিক সমাধান দিতে চাই। নতুন প্রজন্মের জন্য সর্বজনীন শিক্ষাব্যবস্থা গড়ে তুলব, পথশিশুর বাবাও যাতে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তানের স্বপ্ন দেখতে পারেন—এটাই আমাদের প্রতিজ্ঞা।’

সামান্তা শারমিন আওয়ামী লীগের বিরুদ্ধে সাংস্কৃতিক আগ্রাসনের অভিযোগ তুলে বলেন, ‘তারা বাঙালির মূল সংস্কৃতিকে ধ্বংস করে বিদেশি সংস্কৃতি চাপিয়ে দিতে চায়। মাইজভান্ডারি নেই, আবদুল করিম নেই, গণ-অভ্যুত্থান নেই—এই হলো তাদের বাঙালিত্ব। আমরা সে সংস্কৃতির বিরুদ্ধে লড়ছি, যেখানে মুক্তির ইতিহাস নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত