নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে নিয়ে নানা ঘটনা মুখরোচক আলোচনা হয়েছে। এসব ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিও ক্লিপও এখন ঘুরছে সামাজিক মাধ্যম জুড়ে। যদিও এসব ঘটনাকে ‘পরিকল্পিত নাটক’ বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিসানীতির জন্য পুলিশই এমন নাটক করেছে বলে মন্তব্য করেছেন তিনি।
মির্জা ফখরুলের ভাষায় ‘এর আগেও তো অনেক লোককে গ্রেপ্তার করা হয়েছে, তাদের নির্যাতন করেছে। আমাকেও নিয়ে গেছে, আব্বাস ভাইকেও (মির্জা আব্বাস) নিয়ে গেছে কয়েক দিন আগেই। তখন তো সুস্বাদু আম তাদের খাওয়ানো হয়নি, ফুলও পাঠানো হয়নি। এখন খাওয়ানো হচ্ছে (আম) ভিসানীতি থেকে রক্ষা পাওয়ার জন্য।’
শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পূর্বঘোষণা অনুযায়ী এদিন কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে দলটির নেতা-কর্মীরা। কর্মসূচি চলাকালে নয়াবাজারের ধোলাইখাল মোড়ে বেধড়ক লাঠিপেটার শিকার হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এরপর আহত গয়েশ্বরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরবর্তীকালে তাঁকে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশিদের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাঁকে দুপুরের খাবার খাওয়ান ডিবির প্রধান। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে তাঁর জন্য খাবার আনা হয়। বিরিয়ানি ও মাংসের পাশাপাশি কয়েক ধরনের ফল আনা হয়। সেই খাবার ডিবির প্রধান নিজ হাতে পরিবেশন করেন।
অন্যদিকে গাবতলীতে অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানকে আটক করা হয়। অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাঁকে ধরে একটি ভ্যানে করে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউউটে নিয়ে যায়। সেখানে তাঁকে দেখতে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রতিনিধিদল। তারা আমানউল্লাহ আমানের জন্য একটি ফলের ঝুড়িও নিয়ে যায়।
এসব ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির মহাসচিব বলেন, ‘নিজেদের রক্ষা করার জন্য, নিরপরাধ প্রমাণের জন্য এই ধরনের নাটক তারা সাজিয়েছেন। গয়েশ্বর চন্দ্র রায় তাঁর রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই বড় হয়েছেন। আমানউল্লাহ আমানকে প্রমাণ করতে হবে না যে, দলের প্রতি, দেশের প্রতি তাঁর প্রতিশ্রুতির ঘাটতি আছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘এই বিষয়গুলো মানুষ নেয় না। মানুষ পুরোপুরিভাবে বুঝে গেছে যে, নিজেদের রক্ষার জন্য তারা এমন নাটক সাজাচ্ছে। এর আগেও এমন ঘটনা অনেক ঘটেছে। এই বিষয়গুলোকে আমরা এবং জনগণ কোনো গুরুত্বই দেয় না। এতে করে নেতা কর্মীরাও বিভ্রান্ত হবে না।’
সংকট সৃষ্টি না করতে কর্মসূচি একদিন পিছিয়ে দিল বিএনপি
সংবাদ সম্মেলনে এক দফা দাবি আদায়ে এবার মহানগর ও জেলা সদরে জনসমাবেশের কর্মসূচির নতুন কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব। আগামী ৩১ জুলাই সোমবার এই কর্মসূচি পালিত হবে। কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল বলেন, ‘আগামীকালই (রোববার) আমরা প্রতিবাদের দিন হিসাবে কর্মসূচি পালনের কথা ভেবেছিলাম। কিন্তু আমরা জানতে পেরেছি এদিন সরকারি দল রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের (আওয়ামী লীগ) মত একই দিনে কর্মসূচি দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করব এই শান্তিপূর্ণ কর্মসূচি পালনে কোনো বাধা সৃষ্টি করা হবে না।’
বিএনপির বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘পুলিশের সাহায্যে অত্যন্ত পরিকল্পিতভাবে সরকারি লোকেরা, এজেন্সির লোকেরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসব ঘটনা ঘটিয়ে, ভিডিও করে পুলিশের সামনেই মোটরসাইকেলে করে চলে গেছে। অগ্নিদগ্ধ চালক এবং প্রত্যক্ষদর্শী সবাই এই কথা বলেছে। এটা অত্যন্ত স্পষ্ট, এটা অত্যন্ত পরিকল্পিত প্লট তৈরি করা। পুরো বিষয়টাই সরকারের নাটক তৈরি। এই নাটক তৈরি করেই তারা আজকে সব ঘটনাগুলো ঘটিয়েছে।’
বিএনপি বলেন, ‘আমরা সহিংসতায় বিশ্বাস করি না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি। আমাদের যে এক দফা দাবি-জনগণকে সঙ্গে নিয়েই আমরা তা অর্জন করব।’
ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে নিয়ে নানা ঘটনা মুখরোচক আলোচনা হয়েছে। এসব ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিও ক্লিপও এখন ঘুরছে সামাজিক মাধ্যম জুড়ে। যদিও এসব ঘটনাকে ‘পরিকল্পিত নাটক’ বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিসানীতির জন্য পুলিশই এমন নাটক করেছে বলে মন্তব্য করেছেন তিনি।
মির্জা ফখরুলের ভাষায় ‘এর আগেও তো অনেক লোককে গ্রেপ্তার করা হয়েছে, তাদের নির্যাতন করেছে। আমাকেও নিয়ে গেছে, আব্বাস ভাইকেও (মির্জা আব্বাস) নিয়ে গেছে কয়েক দিন আগেই। তখন তো সুস্বাদু আম তাদের খাওয়ানো হয়নি, ফুলও পাঠানো হয়নি। এখন খাওয়ানো হচ্ছে (আম) ভিসানীতি থেকে রক্ষা পাওয়ার জন্য।’
শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পূর্বঘোষণা অনুযায়ী এদিন কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে দলটির নেতা-কর্মীরা। কর্মসূচি চলাকালে নয়াবাজারের ধোলাইখাল মোড়ে বেধড়ক লাঠিপেটার শিকার হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এরপর আহত গয়েশ্বরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরবর্তীকালে তাঁকে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশিদের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাঁকে দুপুরের খাবার খাওয়ান ডিবির প্রধান। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে তাঁর জন্য খাবার আনা হয়। বিরিয়ানি ও মাংসের পাশাপাশি কয়েক ধরনের ফল আনা হয়। সেই খাবার ডিবির প্রধান নিজ হাতে পরিবেশন করেন।
অন্যদিকে গাবতলীতে অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানকে আটক করা হয়। অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাঁকে ধরে একটি ভ্যানে করে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউউটে নিয়ে যায়। সেখানে তাঁকে দেখতে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রতিনিধিদল। তারা আমানউল্লাহ আমানের জন্য একটি ফলের ঝুড়িও নিয়ে যায়।
এসব ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির মহাসচিব বলেন, ‘নিজেদের রক্ষা করার জন্য, নিরপরাধ প্রমাণের জন্য এই ধরনের নাটক তারা সাজিয়েছেন। গয়েশ্বর চন্দ্র রায় তাঁর রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই বড় হয়েছেন। আমানউল্লাহ আমানকে প্রমাণ করতে হবে না যে, দলের প্রতি, দেশের প্রতি তাঁর প্রতিশ্রুতির ঘাটতি আছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘এই বিষয়গুলো মানুষ নেয় না। মানুষ পুরোপুরিভাবে বুঝে গেছে যে, নিজেদের রক্ষার জন্য তারা এমন নাটক সাজাচ্ছে। এর আগেও এমন ঘটনা অনেক ঘটেছে। এই বিষয়গুলোকে আমরা এবং জনগণ কোনো গুরুত্বই দেয় না। এতে করে নেতা কর্মীরাও বিভ্রান্ত হবে না।’
সংকট সৃষ্টি না করতে কর্মসূচি একদিন পিছিয়ে দিল বিএনপি
সংবাদ সম্মেলনে এক দফা দাবি আদায়ে এবার মহানগর ও জেলা সদরে জনসমাবেশের কর্মসূচির নতুন কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব। আগামী ৩১ জুলাই সোমবার এই কর্মসূচি পালিত হবে। কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল বলেন, ‘আগামীকালই (রোববার) আমরা প্রতিবাদের দিন হিসাবে কর্মসূচি পালনের কথা ভেবেছিলাম। কিন্তু আমরা জানতে পেরেছি এদিন সরকারি দল রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের (আওয়ামী লীগ) মত একই দিনে কর্মসূচি দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করব এই শান্তিপূর্ণ কর্মসূচি পালনে কোনো বাধা সৃষ্টি করা হবে না।’
বিএনপির বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘পুলিশের সাহায্যে অত্যন্ত পরিকল্পিতভাবে সরকারি লোকেরা, এজেন্সির লোকেরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসব ঘটনা ঘটিয়ে, ভিডিও করে পুলিশের সামনেই মোটরসাইকেলে করে চলে গেছে। অগ্নিদগ্ধ চালক এবং প্রত্যক্ষদর্শী সবাই এই কথা বলেছে। এটা অত্যন্ত স্পষ্ট, এটা অত্যন্ত পরিকল্পিত প্লট তৈরি করা। পুরো বিষয়টাই সরকারের নাটক তৈরি। এই নাটক তৈরি করেই তারা আজকে সব ঘটনাগুলো ঘটিয়েছে।’
বিএনপি বলেন, ‘আমরা সহিংসতায় বিশ্বাস করি না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি। আমাদের যে এক দফা দাবি-জনগণকে সঙ্গে নিয়েই আমরা তা অর্জন করব।’
অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ‘মহান মে দিবস উপলক্ষে’ এক শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শ্রমিকদের জন্য কল্যাণকর যত কাজ হয়েছে, তা সবই হয়েছে বিএনপি ক্ষমতায় থাকাকালে। আজ বৃহস্পতিবার (১ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন...
১৩ ঘণ্টা আগেমিয়ানমার সীমান্তে ‘মানবিক করিডর’ দেওয়া প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতাপ্রিয় জনগণ মনে করে, করিডর দেওয়া না–দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে, নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এ ধরনের পরিস্থিতিতে...
১৪ ঘণ্টা আগেরাজধানীর নয়াপল্টনে শুরু হয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশ। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের কার্যক্রম। বিএনপির সমাবেশকে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে...
১৭ ঘণ্টা আগে