নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে বিএনপি। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই অভিযোগ করে বলেছেন, নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আতাউর রহমানকে ছয় দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিমকে তিন দিন ধরে পাওয়া যাচ্ছে না। তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করে বলেন, নিখোঁজ স্বেচ্ছাসেবক দলের নেতা আতাউরের পরিবার বলছে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে। কিন্তু স্বীকার করছে না।
রহিমের মা আবেদা খানম রাজধানীর ওয়ারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জানিয়ে প্রিন্স বলেন, সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে-১২ ডিসেম্বর রাত ৮টা থেকে রহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার পর তাঁর ফোন খোলা ছিল। কিন্তু ১৩ ডিসেম্বর থেকে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
সংবাদ সম্মেলনে নিখোঁজ দুই নেতার সন্ধান দাবি করে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘পরিবারের কাছে তাঁদের ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’
সালেহ প্রিন্স বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি স্তব্ধ করে দিতে গায়েবি ও মিথ্যা মামলায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বর্তমান সরকার তাদের ব্যর্থতা, দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট আড়াল করতে মিথ্যাচার করছে। আওয়ামী লীগের হাতে রাষ্ট্র যেমন নিরাপদ নয়, তেমনি মানবাধিকার, গণতন্ত্র, ভোটাধিকারসহ জনগণের জীবন-জীবিকা নিরাপদ নয়।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে বিএনপি। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই অভিযোগ করে বলেছেন, নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আতাউর রহমানকে ছয় দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিমকে তিন দিন ধরে পাওয়া যাচ্ছে না। তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করে বলেন, নিখোঁজ স্বেচ্ছাসেবক দলের নেতা আতাউরের পরিবার বলছে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে। কিন্তু স্বীকার করছে না।
রহিমের মা আবেদা খানম রাজধানীর ওয়ারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জানিয়ে প্রিন্স বলেন, সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে-১২ ডিসেম্বর রাত ৮টা থেকে রহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার পর তাঁর ফোন খোলা ছিল। কিন্তু ১৩ ডিসেম্বর থেকে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
সংবাদ সম্মেলনে নিখোঁজ দুই নেতার সন্ধান দাবি করে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘পরিবারের কাছে তাঁদের ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’
সালেহ প্রিন্স বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি স্তব্ধ করে দিতে গায়েবি ও মিথ্যা মামলায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বর্তমান সরকার তাদের ব্যর্থতা, দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট আড়াল করতে মিথ্যাচার করছে। আওয়ামী লীগের হাতে রাষ্ট্র যেমন নিরাপদ নয়, তেমনি মানবাধিকার, গণতন্ত্র, ভোটাধিকারসহ জনগণের জীবন-জীবিকা নিরাপদ নয়।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ক্ষমতায় থেকে কোনো দল গঠন করা যাবে না, এটা পরিষ্কার কথা। দল গঠন করতে হলে আগে সরকারের দায়িত্ব হস্তান্তর করতে হবে...
৩ ঘণ্টা আগে১ থেকে ৫ ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক...
৫ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতা নতুন দল গঠন করতে যাচ্ছে। এ নিয়ে আলোচনা রাজনৈতিক অঙ্গনসহ দেশের সবখানে। উদ্যোক্তারা বলছেন, সব ঠিক থাকলে চলতি মাসের শেষার্ধেই আত্মপ্রকাশ করবে নতুন দল। নাম-প্রতীক এখনো চূড়ান্ত হয়নি। তবে নাম যা-ই হোক, দলটির আদর্শ হবে ‘মধ্যম পন্থা’। চূড়ান্ত ডান বা বাম—কোনো দিকেই...
৮ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথ বাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে তৌহিদুল ইসলামের লাশ পেয়েছে তাঁর পরিবার। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টায় তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। তবে কখন তাঁর মৃত্যু হয়েছে সে তথ্য জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর তথ্য জানিয়েছেন তাঁর ভাই আবুল কালাম।
৮ ঘণ্টা আগে