সম্পাদকীয়
বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের গুরুত্ব অপরিসীম। বিগত তিনটি জাতীয় নির্বাচন নিয়ে বিতর্ক ও জনমনে আস্থার সংকটের প্রেক্ষাপটে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে গঠিত কমিশনের প্রতি জনগণ ও রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা অনেক। তবে দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের মুখোমুখি হতে হবে একাধিক চ্যালেঞ্জের।
নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াটি ইতিবাচক ছিল, প্রধান নির্বাচন কমিশনারসহ সদস্যদের নির্বাচনে বিরোধী দলগুলোর প্রস্তাব গুরুত্ব পেয়েছে। এটি কমিশনের ওপর জনগণের আস্থা পুনর্গঠনের প্রথম ধাপ। তবে শুধু ব্যক্তি নির্বাচন নয়, কমিশনের কার্যক্রম ও সিদ্ধান্তই নির্ধারণ করবে তাদের সফলতা।
শুক্রবার আজকের পত্রিকায় ‘নতুন ইসি কথায় নয়, কাজেই প্রমাণ দিক’ শিরোনামে ছাপা হওয়া খবরে নতুন নির্বাচন কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশার প্রকাশ ঘটেছে।
নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠনে নতুন ইসির জন্য গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ হলো অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। কমিশনকে প্রমাণ করতে হবে তারা দলীয় আনুগত্য নয়, বরং সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা এবং জনগণের আস্থা অর্জনে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ জরুরি।
নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরাতে প্রথমেই প্রয়োজন হবে বিশ্বাসযোগ্যতা অর্জন। অতীত অভিজ্ঞতা বলে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা তখনই প্রশ্নবিদ্ধ হয়, যখন তা ক্ষমতাসীন দল বা প্রশাসনের প্রভাবমুক্ত থাকতে ব্যর্থ হয়। এই প্রেক্ষাপটে কমিশনের সামনে
বড় চ্যালেঞ্জ হবে নির্বাচনের সময় প্রশাসনকে নিরপেক্ষ রাখা এবং নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিকভাবে পরিচালিত করা।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভোটার তালিকা হালনাগাদ এবং ভুয়া ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া। এটি একটি কারিগরি এবং সময়সাপেক্ষ কাজ হলেও এর ওপর ভোটারদের আস্থা অনেকাংশে নির্ভরশীল। পাশাপাশি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে যথাযথ নিয়মনীতি মেনে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা অপরিহার্য।
নির্বাচন কমিশনের সফলতা নির্ভর করবে তাদের প্রজ্ঞা, দক্ষতা এবং নিরপেক্ষতার ওপর। কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনে দৃঢ়তা ও সাহসিকতা থাকতে হবে। অতীতের ব্যর্থতাগুলো থেকে শিক্ষা নিয়ে সেগুলো অতিক্রম করার উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে কমিশন যদি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারে, তবে তা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য যুগান্তকারী পদক্ষেপ হবে। নতুন নির্বাচন কমিশনের সামনে সুযোগ এসেছে আস্থাহীনতা থেকে দেশকে বের করে আনার। এই সুযোগ কাজে লাগানোর জন্য তাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে সুনির্দিষ্ট, সৎ এবং জাতির প্রতি দায়বদ্ধ।
নতুন কমিশনের প্রতি জনগণের প্রত্যাশা—তারা অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে। এখন তাদের কাজই নির্ধারণ করবে তারা দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে কতটা সফল হয়। কথার চেয়ে কাজে প্রতিফলনই হবে তাদের আসল চ্যালেঞ্জ।
বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের গুরুত্ব অপরিসীম। বিগত তিনটি জাতীয় নির্বাচন নিয়ে বিতর্ক ও জনমনে আস্থার সংকটের প্রেক্ষাপটে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে গঠিত কমিশনের প্রতি জনগণ ও রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা অনেক। তবে দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের মুখোমুখি হতে হবে একাধিক চ্যালেঞ্জের।
নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াটি ইতিবাচক ছিল, প্রধান নির্বাচন কমিশনারসহ সদস্যদের নির্বাচনে বিরোধী দলগুলোর প্রস্তাব গুরুত্ব পেয়েছে। এটি কমিশনের ওপর জনগণের আস্থা পুনর্গঠনের প্রথম ধাপ। তবে শুধু ব্যক্তি নির্বাচন নয়, কমিশনের কার্যক্রম ও সিদ্ধান্তই নির্ধারণ করবে তাদের সফলতা।
শুক্রবার আজকের পত্রিকায় ‘নতুন ইসি কথায় নয়, কাজেই প্রমাণ দিক’ শিরোনামে ছাপা হওয়া খবরে নতুন নির্বাচন কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশার প্রকাশ ঘটেছে।
নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠনে নতুন ইসির জন্য গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ হলো অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। কমিশনকে প্রমাণ করতে হবে তারা দলীয় আনুগত্য নয়, বরং সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা এবং জনগণের আস্থা অর্জনে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ জরুরি।
নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরাতে প্রথমেই প্রয়োজন হবে বিশ্বাসযোগ্যতা অর্জন। অতীত অভিজ্ঞতা বলে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা তখনই প্রশ্নবিদ্ধ হয়, যখন তা ক্ষমতাসীন দল বা প্রশাসনের প্রভাবমুক্ত থাকতে ব্যর্থ হয়। এই প্রেক্ষাপটে কমিশনের সামনে
বড় চ্যালেঞ্জ হবে নির্বাচনের সময় প্রশাসনকে নিরপেক্ষ রাখা এবং নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিকভাবে পরিচালিত করা।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভোটার তালিকা হালনাগাদ এবং ভুয়া ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া। এটি একটি কারিগরি এবং সময়সাপেক্ষ কাজ হলেও এর ওপর ভোটারদের আস্থা অনেকাংশে নির্ভরশীল। পাশাপাশি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে যথাযথ নিয়মনীতি মেনে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা অপরিহার্য।
নির্বাচন কমিশনের সফলতা নির্ভর করবে তাদের প্রজ্ঞা, দক্ষতা এবং নিরপেক্ষতার ওপর। কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনে দৃঢ়তা ও সাহসিকতা থাকতে হবে। অতীতের ব্যর্থতাগুলো থেকে শিক্ষা নিয়ে সেগুলো অতিক্রম করার উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে কমিশন যদি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারে, তবে তা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য যুগান্তকারী পদক্ষেপ হবে। নতুন নির্বাচন কমিশনের সামনে সুযোগ এসেছে আস্থাহীনতা থেকে দেশকে বের করে আনার। এই সুযোগ কাজে লাগানোর জন্য তাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে সুনির্দিষ্ট, সৎ এবং জাতির প্রতি দায়বদ্ধ।
নতুন কমিশনের প্রতি জনগণের প্রত্যাশা—তারা অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে। এখন তাদের কাজই নির্ধারণ করবে তারা দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে কতটা সফল হয়। কথার চেয়ে কাজে প্রতিফলনই হবে তাদের আসল চ্যালেঞ্জ।
দেশ কোন পথে যাত্রা করেছে, তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছে দেশের জনগণ। এক বছর আগে স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে যে ঐক্য দেখা দিয়েছিল, এখন সেই ঐক্যের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না কোথাও। বিভিন্ন দল তাদের নিজেদের পথ বেছে নিয়েছে। একে অন্যের শত্রুতে পরিণত হয়েছে। সংস্কার ও নির্বাচন বিষয়ে বিভিন্ন দল বিভিন্ন...
২১ ঘণ্টা আগে‘জুলাই আন্দোলনের সময় যাঁরা রাজপথে দাঁড়িয়েছিলেন, সেই নারীরা আজ ঘরে বসে আছেন। তাঁরা মুখ লুকিয়ে ফেলেছেন। এটা আমাদের জন্য ভালো বার্তা নয়।’—মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের এই বক্তব্য শুধু হতাশার প্রকাশ নয়, বরং এক ব্যর্থ সময়ের স্বীকারোক্তি। নারী যখন রাষ্ট্রবিরোধী নয়, বরং রাষ্ট্র
২১ ঘণ্টা আগেমালয়েশিয়ায় অবৈধ অভিবাসী ঠেকাতে কঠোর হয়েছে সে দেশের সরকার। গত সোমবার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে সন্দেহভাজন যে ১৩১ জনকে ফেরত পাঠানো হয়, তার ৯৬ জনই বাংলাদেশি। শুধু মালয়েশিয়ায়ই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণপ্রত্যাশী বাংলাদেশিরা ভিসা সমস্যায় পড়ছেন। ঘটনাটি উদ্বেগজনক।
২১ ঘণ্টা আগেজুলাইয়ের শিক্ষার্থী-জনতার অভ্যুত্থান আমাদের ইতিহাসের এক অনন্য অধ্যায়। এই আন্দোলন কেবল রাজপথের ঘটনা ছিল না; এর পেছনে ছিল এক গভীর সাংস্কৃতিক জাগরণ। অথচ আজ, এই ঐতিহাসিক অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আমরা এক বিষণ্ন চিত্র দেখছি। যে রাষ্ট্র এই আন্দোলনের ফসল, সেই রাষ্ট্রই যেন বই, লেখক আর পাঠকের অস্তিত্বক
১ দিন আগে