সম্পাদকীয়
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সিএমইউ) উপাচার্যদের একের পর এক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বিশ্ববিদ্যালয়টির ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। প্রথম ও দ্বিতীয় উপাচার্যের বিতর্কিত নিয়োগ ও কর্মকাণ্ডের পর বর্তমান উপাচার্যও যেন সেই পথেই হাঁটছেন। নিয়মনীতির তোয়াক্কা না করে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন বর্তমান ভিসিও। এ নিয়ে ৬ এপ্রিল আজকের পত্রিকায় ‘নতুন ভিসিও অনিয়মের পথে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন লাগাতার অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব কর্মকাণ্ডের কারণে বিশ্ববিদ্যালয়টির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, যা দেশের উচ্চ শিক্ষাব্যবস্থার জন্য অশনিসংকেত।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য মোর্শেদ আহমদ চৌধুরীর বিরুদ্ধে নির্দিষ্টসংখ্যক পদসংখ্যার বিপরীতে স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে অতিরিক্ত নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছিল। দ্বিতীয় উপাচার্য এ এইচ এম এনায়েত হোসেন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চক্ষু চিকিৎসক। তিনি যোগদানের পর ২৩৯ জন কর্মকর্তার বেতন-ভাতা বন্ধ করে দেন, যা ছিল সম্পূর্ণ অযৌক্তিক ও অমানবিক। এমনকি ইউজিসি ও বিশ্ববিদ্যালয় আইনের তোয়াক্কা না করে নিজের গদি রক্ষায় বিএনপিপন্থী দুই চিকিৎসককে তড়িঘড়ি করে নিয়োগ দিয়েছিলেন তিনি। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছিল।
চলতি বছরের মার্চের শুরুতে বর্তমান উপাচার্য ইসমাইল হোসেন পাটোয়ারী উপাচার্য হিসেবে যোগ দেন। তিনি জামায়াতপন্থী হিসেবে পরিচিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের তালিকায় উপাচার্য ও ট্রেজারার ছাড়া বৈধ কোনো কর্মকর্তা নেই। কিন্তু আগের উপাচার্যের সেই অদৃশ্য খাত থেকে বেতন-ভাতা দিয়ে কাজ করানো লোকজন পুষছেন বর্তমান উপাচার্যও। তিনিও পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করে নিয়োগে অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভাসহ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সম্পন্ন হলেও নিয়োগে অনিয়ম বা বেতনহীন কর্মীদের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিধি মোতাবেক শিক্ষকদের সরাসরি ভোটের মাধ্যমে ডিন নিয়োগ হওয়ার কথা। সিন্ডিকেটের মাধ্যমে এই ধরনের নিয়োগ হওয়ার সুযোগ নেই।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে এমন লাগাতার অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অবিলম্বে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিমালা কঠোরভাবে প্রতিপালন করে এর প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে হলে এর প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে, রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করাও জরুরি। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের সব সেক্টরে পরিবর্তন হওয়ার কথা ছিল। কিন্তু সেটা যে অনেক ক্ষেত্রে ঘটছে না, এ ঘটনাই তা স্পষ্ট। এ ক্ষেত্রে বর্তমান সরকারের দায় এড়ানোর সুযোগ নেই।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সিএমইউ) উপাচার্যদের একের পর এক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বিশ্ববিদ্যালয়টির ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। প্রথম ও দ্বিতীয় উপাচার্যের বিতর্কিত নিয়োগ ও কর্মকাণ্ডের পর বর্তমান উপাচার্যও যেন সেই পথেই হাঁটছেন। নিয়মনীতির তোয়াক্কা না করে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন বর্তমান ভিসিও। এ নিয়ে ৬ এপ্রিল আজকের পত্রিকায় ‘নতুন ভিসিও অনিয়মের পথে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন লাগাতার অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব কর্মকাণ্ডের কারণে বিশ্ববিদ্যালয়টির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, যা দেশের উচ্চ শিক্ষাব্যবস্থার জন্য অশনিসংকেত।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য মোর্শেদ আহমদ চৌধুরীর বিরুদ্ধে নির্দিষ্টসংখ্যক পদসংখ্যার বিপরীতে স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে অতিরিক্ত নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছিল। দ্বিতীয় উপাচার্য এ এইচ এম এনায়েত হোসেন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চক্ষু চিকিৎসক। তিনি যোগদানের পর ২৩৯ জন কর্মকর্তার বেতন-ভাতা বন্ধ করে দেন, যা ছিল সম্পূর্ণ অযৌক্তিক ও অমানবিক। এমনকি ইউজিসি ও বিশ্ববিদ্যালয় আইনের তোয়াক্কা না করে নিজের গদি রক্ষায় বিএনপিপন্থী দুই চিকিৎসককে তড়িঘড়ি করে নিয়োগ দিয়েছিলেন তিনি। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছিল।
চলতি বছরের মার্চের শুরুতে বর্তমান উপাচার্য ইসমাইল হোসেন পাটোয়ারী উপাচার্য হিসেবে যোগ দেন। তিনি জামায়াতপন্থী হিসেবে পরিচিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের তালিকায় উপাচার্য ও ট্রেজারার ছাড়া বৈধ কোনো কর্মকর্তা নেই। কিন্তু আগের উপাচার্যের সেই অদৃশ্য খাত থেকে বেতন-ভাতা দিয়ে কাজ করানো লোকজন পুষছেন বর্তমান উপাচার্যও। তিনিও পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করে নিয়োগে অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভাসহ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সম্পন্ন হলেও নিয়োগে অনিয়ম বা বেতনহীন কর্মীদের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিধি মোতাবেক শিক্ষকদের সরাসরি ভোটের মাধ্যমে ডিন নিয়োগ হওয়ার কথা। সিন্ডিকেটের মাধ্যমে এই ধরনের নিয়োগ হওয়ার সুযোগ নেই।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে এমন লাগাতার অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অবিলম্বে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিমালা কঠোরভাবে প্রতিপালন করে এর প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে হলে এর প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে, রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করাও জরুরি। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের সব সেক্টরে পরিবর্তন হওয়ার কথা ছিল। কিন্তু সেটা যে অনেক ক্ষেত্রে ঘটছে না, এ ঘটনাই তা স্পষ্ট। এ ক্ষেত্রে বর্তমান সরকারের দায় এড়ানোর সুযোগ নেই।
সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গেই এবার যে নববর্ষের আগমন, তা রাঙিয়ে দিয়ে যাক প্রত্যেক মানুষের জীবন। বাংলা নববর্ষের উজ্জীবনী সুধায় স্নান করুক মানুষ। আশা ও আকাঙ্ক্ষার স্বপ্নপূরণে সার্থক হোক পৃথিবী। গ্লানি, জ্বরা মুছে গিয়ে অগ্নিস্নানে ধরণিকে শুচি করার যে আহ্বান জানিয়েছিলেন রবীন্দ্রনাথ...
২ দিন আগেবাংলা নববর্ষ বরণকে কেন্দ্র করে আমাদের নগরকেন্দ্রিক জীবনে উপচানো আবেগ-উচ্ছ্বাস উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই আবেগ-উচ্ছ্বাস জাতিগত পারস্পরিক সৌহার্দ্যের নয়, সমষ্টিগতও নয়, একান্তই আত্মকেন্দ্রিকতায় সীমাবদ্ধ।
২ দিন আগেনতুন বছরে প্রবেশ করলাম আমরা। পৃথিবীব্যাপী বসবাসরত নানা জনগোষ্ঠী যেমন নতুন বছরকে উৎসবের মাধ্যমে বরণ করে নেয়, তেমনি বাঙালিও নানা আনন্দ-আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়। একটি নতুন আশা, উদ্দীপনা নিয়ে যাত্রা শুরু হয় বছরের প্রথম দিনটিতে।
২ দিন আগেআশেকা ইরশাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং সাবেক চেয়ারপারসন। তাঁর গবেষণার ক্ষেত্র জেন্ডার, ভূ-কৌশলগত ও আঞ্চলিক সম্পর্ক নিয়ে। ফিলিস্তিন পরিস্থিতিতে আরব বিশ্বের ভূমিকা...
৩ দিন আগে