Ajker Patrika

শাহাদাত হোসেন খান

সম্পাদকীয়
শাহাদাত হোসেন খান। ছবি: সংগৃহীত
শাহাদাত হোসেন খান। ছবি: সংগৃহীত

ওস্তাদ শাহাদাত হোসেন খান এক সংগীত আবহে বড় হয়েছেন। শুধু বাংলাদেশ নয়, ভারতীয় উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী সংগীত পরিবারের সদস্য তিনি। সেই ধারা তাঁরা এখনো বজায় রেখে চলছেন। তাঁর বাবা ওস্তাদ আবেদ হোসেন খান একজন প্রখ্যাত উচ্চাঙ্গসংগীতশিল্পী ও সেতারবাদক ছিলেন। তাঁর দাদা ওস্তাদ আয়েত আলী খাঁ উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাই। তাঁর দুই চাচা প্রখ্যাত সংগীতজ্ঞ বাহাদুর হোসেন খান এবং সংগীত গবেষক ও লেখক মোবারক হোসেন খান। সেই বংশীয় ঐতিহ্যবাহী ধারায় তাঁর দুই যমজ মেয়ে আফসানা খান সেতারবাদক ও রুখসানা খান সরোদবাদক।

শাহাদাত হোসেন খানের জন্ম ১৯৫৮ সালের ৬ জুলাই কুমিল্লায়। তবে তাঁদের পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে।

মাত্র সাত বছর বয়সে পিতার কাছে তাঁর তবলা ও সরোদ শিক্ষার হাতেখড়ি হয়। পরে তিনি চাচা বাহাদুর হোসেন খানের কাছে সরোদের তালিম গ্রহণ করেন। ১৯৭২ সালে ‘আলাউদ্দিন খাঁ সংগীত সম্মেলন’-এ বাহাদুর হোসেনের সঙ্গে যুগলবন্দী হয়ে সরোদ পরিবেশন করেন। পরে ১৯৮৫ সালে ক্যালিফোর্নিয়ার আলী আকবর কলেজ অব মিউজিক থেকে সংগীত বিষয়ে স্নাতক সমমানের পরীক্ষায় পাস করে ‘বাদ্যলংকার’ ডিগ্রি লাভ করেন। তার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে এমএ পাস করেন।

কর্মজীবনে তিনি সরকারি সংগীত কলেজের ডেমোনেস্ট্রেশন-কাম-লেকচারার, সংগীতবিষয়ক বক্তা ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির উচ্চতর প্রশিক্ষণ কোর্সে সেতার, সরোদ, বেহালা, বাঁশি ও গিটারের প্রশিক্ষক ছিলেন। তিনি সংগীত একাডেমিতে কণ্ঠ ও যন্ত্রসংগীতেরও প্রশিক্ষক ছিলেন।

শাহাদাত হোসেন খান ‘মৃত্যুহীন প্রাণ’ ও ‘মিট বাংলাদেশ’ নামক দুটি প্রামাণ্যচিত্রের সংগীত পরিচালনা করেছেন। তাঁর সরোদের অ্যালবাম বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে প্রকাশিত হয়েছে। তিনি বিশ্বের অনেক দেশে আমন্ত্রিত হয়ে সরোদ বাজিয়ে বিপুল খ্যাতি অর্জন করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৮ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন একুশে পদকপ্রাপ্ত এই সরোদবাদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত