সম্পাদকীয়
ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউটের সেই জৌলুশ আর নেই। এ প্রতিষ্ঠানটি ব্রিটিশ ভারতের সময়ে গড়ে ওঠা একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যা একসময় শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়াঙ্গনে অসামান্য ভূমিকা পালন করেছিল। কিন্তু আজ এটি ধ্বংসের দ্বারপ্রান্তে। গত রোববার আজকের পত্রিকায় এ নিয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা সাহিত্য-সংস্কৃতি অনুরাগী মানুষকে একটু কষ্ট দেবে বটে।
যশোরের নামকরা এ প্রতিষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন যশোরের নড়াইলের নামকরা আইনজীবী ও সামাজিক ব্যক্তিত্ব যদুনাথ মজুমদার রায়বাহাদুর। তিনি ১৯২৮ সালে যশোর পাবলিক লাইব্রেরি, নিউ আর্য থিয়েটার এবং টাউন ক্লাবকে একত্র করে গড়ে তোলেন যশোরের সংস্কৃতিচর্চা কেন্দ্র ‘যশোর ইনস্টিটিউট’।
প্রতিষ্ঠানটির অন্যতম শাখা টাউন ক্লাব। এই ক্লাব গঠনের উদ্দেশ্য ছিল শহর-গ্রাম থেকে সম্ভাবনাময় খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে যোগ্য হিসেবে গড়ে তোলা। পাকিস্তান আমল এবং বাংলাদেশ প্রতিষ্ঠার পরেও এখান থেকে নামকরা খেলোয়াড় তৈরি হয়েছে। কিন্তু এখন তো এখানে প্রতিভা বিকাশের কোনো সুযোগই নেই। এখন ক্লাবটি নিজস্ব খেলোয়াড় তৈরি করার পরিবর্তে ভাড়াটে খেলোয়াড় নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এমনকি শহরের শিশুদের জন্য বিনোদনমূলক এবং ক্রীড়াবিষয়ক কার্যক্রমও বন্ধ করা হয়েছে।
একসময় যশোর ইনস্টিটিউটের পাঠাগারটি ছিল জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু। অথচ বিস্ময়কর ব্যাপার হলো, বর্তমানে এখানে বই কেনার চেয়ে তাসের প্যাকেট কিনতে বেশি অর্থ ব্যয় করা হয়! প্রতিবছর টাউন ক্লাবে তাসের প্যাকেট কেনার জন্য ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ করা হলেও পাঠাগারের বই কেনার জন্য এ ধরনের কোনো পরিকল্পনা নেই। এটি কেবল আর্থিক অপব্যবহার নয়, এটি প্রতিষ্ঠানটির মৌলিক উদ্দেশ্য এবং ঐতিহ্যের প্রতি অবজ্ঞার চূড়ান্ত উদাহরণ।
যশোর ইনস্টিটিউটের বর্তমান কমিটির বিরুদ্ধে বড় অভিযোগ হলো, তারা কয়েক বছর আগে বিদেশি একটি সংস্থা থেকে লক্ষাধিক টাকার পুরোনো আসবাবপত্র কিনেছিল। অপ্রয়োজনে এ কাজটি কেন করা হয়েছিল, সেই প্রশ্ন সচেতন সদস্যদের।
অর্থ ও ব্যবস্থাপনার অনিয়ম প্রতিষ্ঠানটির কর্মচারীদের জীবনেও প্রভাব ফেলছে। ২৬ জন কর্মচারী দীর্ঘদিন ধরে সময়মতো বেতন পাচ্ছেন না। মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়ার বদলে তা ২০ তারিখ পর্যন্ত বিলম্বিত হচ্ছে। এই ধরনের আর্থিক অব্যবস্থাপনা কেবল কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি করছে না, এটি প্রতিষ্ঠানটির কার্যক্রমকেও ব্যাহত করছে।
এ প্রতিষ্ঠানটি স্বয়ংসম্পূর্ণ। এটির কর্মকাণ্ড পরিচালনার জন্য সরকার বা কারও মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নেই। কিন্তু নেতৃত্বের অবহেলার কারণে প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য হারাতে বসেছে। এর বর্তমান অবস্থা কেবল প্রতিষ্ঠানটিরই নয়, বরং আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের অবক্ষয়েরও প্রতিফলন। তাই এটির অব্যবস্থাপনার ত্রুটি দূর করার দায়িত্ব এর পরিচালনা কমিটির ওপরই বর্তায়। সঠিক পরিকল্পনা ও সক্রিয় উদ্যোগের মাধ্যমে যশোর ইনস্টিটিউট তার হারানো গৌরব ফিরে পেতে পারে এবং আবারও জ্ঞানচর্চা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। এ ব্যাপারে বর্তমান নেতৃত্ব উদ্যোগী হবেন, সেটাই আমাদের প্রত্যাশা।
ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউটের সেই জৌলুশ আর নেই। এ প্রতিষ্ঠানটি ব্রিটিশ ভারতের সময়ে গড়ে ওঠা একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যা একসময় শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়াঙ্গনে অসামান্য ভূমিকা পালন করেছিল। কিন্তু আজ এটি ধ্বংসের দ্বারপ্রান্তে। গত রোববার আজকের পত্রিকায় এ নিয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা সাহিত্য-সংস্কৃতি অনুরাগী মানুষকে একটু কষ্ট দেবে বটে।
যশোরের নামকরা এ প্রতিষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন যশোরের নড়াইলের নামকরা আইনজীবী ও সামাজিক ব্যক্তিত্ব যদুনাথ মজুমদার রায়বাহাদুর। তিনি ১৯২৮ সালে যশোর পাবলিক লাইব্রেরি, নিউ আর্য থিয়েটার এবং টাউন ক্লাবকে একত্র করে গড়ে তোলেন যশোরের সংস্কৃতিচর্চা কেন্দ্র ‘যশোর ইনস্টিটিউট’।
প্রতিষ্ঠানটির অন্যতম শাখা টাউন ক্লাব। এই ক্লাব গঠনের উদ্দেশ্য ছিল শহর-গ্রাম থেকে সম্ভাবনাময় খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে যোগ্য হিসেবে গড়ে তোলা। পাকিস্তান আমল এবং বাংলাদেশ প্রতিষ্ঠার পরেও এখান থেকে নামকরা খেলোয়াড় তৈরি হয়েছে। কিন্তু এখন তো এখানে প্রতিভা বিকাশের কোনো সুযোগই নেই। এখন ক্লাবটি নিজস্ব খেলোয়াড় তৈরি করার পরিবর্তে ভাড়াটে খেলোয়াড় নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এমনকি শহরের শিশুদের জন্য বিনোদনমূলক এবং ক্রীড়াবিষয়ক কার্যক্রমও বন্ধ করা হয়েছে।
একসময় যশোর ইনস্টিটিউটের পাঠাগারটি ছিল জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু। অথচ বিস্ময়কর ব্যাপার হলো, বর্তমানে এখানে বই কেনার চেয়ে তাসের প্যাকেট কিনতে বেশি অর্থ ব্যয় করা হয়! প্রতিবছর টাউন ক্লাবে তাসের প্যাকেট কেনার জন্য ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ করা হলেও পাঠাগারের বই কেনার জন্য এ ধরনের কোনো পরিকল্পনা নেই। এটি কেবল আর্থিক অপব্যবহার নয়, এটি প্রতিষ্ঠানটির মৌলিক উদ্দেশ্য এবং ঐতিহ্যের প্রতি অবজ্ঞার চূড়ান্ত উদাহরণ।
যশোর ইনস্টিটিউটের বর্তমান কমিটির বিরুদ্ধে বড় অভিযোগ হলো, তারা কয়েক বছর আগে বিদেশি একটি সংস্থা থেকে লক্ষাধিক টাকার পুরোনো আসবাবপত্র কিনেছিল। অপ্রয়োজনে এ কাজটি কেন করা হয়েছিল, সেই প্রশ্ন সচেতন সদস্যদের।
অর্থ ও ব্যবস্থাপনার অনিয়ম প্রতিষ্ঠানটির কর্মচারীদের জীবনেও প্রভাব ফেলছে। ২৬ জন কর্মচারী দীর্ঘদিন ধরে সময়মতো বেতন পাচ্ছেন না। মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়ার বদলে তা ২০ তারিখ পর্যন্ত বিলম্বিত হচ্ছে। এই ধরনের আর্থিক অব্যবস্থাপনা কেবল কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি করছে না, এটি প্রতিষ্ঠানটির কার্যক্রমকেও ব্যাহত করছে।
এ প্রতিষ্ঠানটি স্বয়ংসম্পূর্ণ। এটির কর্মকাণ্ড পরিচালনার জন্য সরকার বা কারও মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নেই। কিন্তু নেতৃত্বের অবহেলার কারণে প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য হারাতে বসেছে। এর বর্তমান অবস্থা কেবল প্রতিষ্ঠানটিরই নয়, বরং আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের অবক্ষয়েরও প্রতিফলন। তাই এটির অব্যবস্থাপনার ত্রুটি দূর করার দায়িত্ব এর পরিচালনা কমিটির ওপরই বর্তায়। সঠিক পরিকল্পনা ও সক্রিয় উদ্যোগের মাধ্যমে যশোর ইনস্টিটিউট তার হারানো গৌরব ফিরে পেতে পারে এবং আবারও জ্ঞানচর্চা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। এ ব্যাপারে বর্তমান নেতৃত্ব উদ্যোগী হবেন, সেটাই আমাদের প্রত্যাশা।
রুমিন ফারহানা বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক। তিনি সংরক্ষিত নারী আসন থেকে একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
৫ ঘণ্টা আগেদেশে প্রতিবছর বহু প্রকল্প বাস্তবায়ন করা হয়। বাস্তবায়নের সময় মাঝে মাঝে সংবাদ চোখে পড়ে যে প্রকল্পের ভবন নির্মাণ করতে গিয়ে গাছ কাটা পড়ছে, বনভূমি উজাড় হচ্ছে, খাল ও জলাভূমি ভরাট হচ্ছে, নির্মাণস্থলে নির্মাণকাজের ফলে পরিবেশ দূষণ হচ্ছে, এমনকি কোনো কোনো প্রকল্প গ্রহণের ফলে পরিবেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব...
৫ ঘণ্টা আগেপাহাড় রক্ষা করা যখন খুবই জরুরি, তখন সে পাহাড় কেটে গোটা অঞ্চলের জন্য বিপদ ডেকে আনছে একদল দুর্বৃত্ত। খাগড়াছড়ির পানছড়ি এলাকায় অবাধে পাহাড় কাটা হচ্ছে, অথচ সরকারি কর্মকর্তারা এ বিষয়ে দায়সারা বক্তব্য দিয়ে নিজেদের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করছেন।
৫ ঘণ্টা আগে১৯৪৯ সালের ২৩ জুন মওলানা ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছিল আওয়ামী লীগ। তখন শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন, তাঁকে করা হয়েছিল দলের যুগ্ম সম্পাদক। পরবর্তী সময়ে শামসুল হক অপ্রকৃতিস্থ হয়ে যাওয়ায় শেখ মুজিবুর রহমানকে দলের সাধারণ সম্পাদক করা হয়।
১ দিন আগে