Ajker Patrika

রোহিঙ্গা সংকটে ১৮ কোটি ডলার সহযোগিতার ঘোষণা যুক্তরাষ্ট্রের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রোহিঙ্গা সংকটে ১৮ কোটি ডলার সহযোগিতার ঘোষণা যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গা সংকটে আরও প্রায় ১৮ কোটি ডলারের সহযোগিতার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ ঘোষণা দেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত থমাস গ্রিনফিল্ড রোহিঙ্গা সংকট নিরসনে আরও ১৮ কোটি ডলারের ঘোষণা দিয়েছেন। এ অর্থ মিয়ানমারের রাখাইন রাজ্য, বাংলাদেশ এবং যে সব অঞ্চলে যেখানে রোহিঙ্গা রয়েছে, সেখানে খরচ করা হবে। ২০১৭ সালের আগস্ট থেকে নতুন এ অর্থসহ রোহিঙ্গাদের জন্য মানবিক সহযোগিতায় যুক্তরাষ্ট্র মোট দেড় শ কোটি ডলারের বেশি দিয়েছে। ২০১৭ সালের আগস্টে ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জাতিগত নিধন এবং অন্যান্য ভয়াবহ নৃশংসতা ও নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে।

যুক্তরাষ্ট্রে দেওয়া দেড় শ কোটি ডলারের মধ্যে ১২০ কোটি ডলার বাংলাদেশে থাকা প্রায় ৯ লাখ রোহিঙ্গা এবং স্থানীয় ৪ লাখ ৭২ হাজারের বেশি বাংলাদেশিদের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খরচ করা হয়েছে। এ অর্থ শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি, আশ্রয়, দুর্যোগ ব্যবস্থাপনা, পানি, পয়োনিষ্কাশন এবং স্বাস্থ্যবিধিতে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া করোনা মহামারি মোকাবিলায়ও এ অর্থ খরচ করা হয়েছে।

নেড প্রাইস বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘ মেয়াদি সমাধানে অনেক দেশ সহযোগিতা করে যাচ্ছে, তাতে সাধুবাদ জানায় যুক্তরাষ্ট্র। যদিও রোহিঙ্গাদের জন্য আরও সাহায্য দরকার। রোহিঙ্গা সংকটে অতিরিক্ত তহবিল নিয়ে এগিয়ে আসার জন্য দাতাদের আহ্বানও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত