Ajker Patrika

প্রতিটি ঘর আলোকিত করার ওয়াদা পূরণ করতে পেরেছি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৫: ০২
প্রতিটি ঘর আলোকিত করার ওয়াদা পূরণ করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রতিটি ঘর আলোকিত করব, এটা আমার একটা ওয়াদা ছিল। সেটা পূরণ করতে পেরেছি।’ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ মঙ্গলবার এই কথা বলেন তিনি।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। সরকারপ্রধান বলেন, ‘অনেক চর এলাকা, দ্বীপাঞ্চলে, একেবারে নদী এবং সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল দিয়ে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। আর শিল্পায়নের জন্য আমাদের বিদ্যুৎ দরকার। কালকে (সোমবার) আমরা ঘোষণা দিতে পেরেছি।’  

গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা থাকায় শতভাগ বিদ্যুতায়নের আওতায় দেশকে আনা সম্ভব হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ২০০৯ সাল থেকে এই পর্যন্ত সরকারে আসতে পেরেছি। সেই জন্য কাজ করার সুযোগ পেয়েছি। এই জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই।’ 
 
প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আমাদের বড় অর্জন যে, আমরা প্রতিটি ঘর আলোকিত করতে পেরেছি। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। জাতির পিতার একটা স্বপ্ন বাস্তবায়ন করলাম। এখন আমাদের লক্ষ্য দেশে কোনো মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না।’ 

উল্লেখ্য, গতকাল সোমবার পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত