নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তাঁর ঢাকা সফরের প্রথম দিন বিভিন্ন বৈঠকে রাজনৈতিক ও নাগরিক অধিকার, বিশেষ করে শ্রমমান ও মানবাধিকার হালচাল প্রসঙ্গে আলাপ করেছেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকে এসব বিষয়ে খোঁজখবর নেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই ডোনাল্ড লুর প্রথম ঢাকা সফর। তাঁর সঙ্গে বৈঠকে কী কথা হয়েছে, এমন প্রশ্নের জবাবে সালমান রহমান প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল সরকারের সঙ্গে সম্পর্ক ভালো করার আগ্রহের কথা জানিয়েছে।
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের জারি করা ভিসা নীতিসহ ‘ভুল বোঝাবুঝির’ বিষয়গুলো এবং চীনের আঞ্চলিক প্রভাব বৃদ্ধির প্রসঙ্গ কোনো পক্ষই তোলেনি, এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
সালমান এফ রহমান বলেন, নির্বাচনের আগে ও পরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন সরকারের নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি ছিল। তা সত্ত্বেও সম্পর্ক উন্নয়নে তাঁদের মনোভাবকে সরকার স্বাগত জানিয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মান অনুযায়ী শ্রম আইনের সংস্কার, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভারত, ভুটান, নেপাল ও বাংলাদেশের মধ্যে বিদ্যুতের আঞ্চলিক অবকাঠামো তৈরি, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন প্রসঙ্গেও মার্কিন প্রতিনিধি দলটির সঙ্গে কথা হয়েছে।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যকার সম্পর্ক নিবিড় করার ওপর জোর দিয়েছে।
এর আগে মঙ্গলবার (১৪ মে) বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে ডোনাল্ড লুর আলোচনায় স্থান পায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, নাগরিক অধিকার, শ্রমমান, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও ফিলিস্তিন প্রসঙ্গ।
এতে অংশ নেন ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম, মানবাধিকার কর্মী নূর খান, বাংলাদেশ সেন্টার ফর উইমেন ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার ও জলবায়ু কর্মী সোহানুর রহমান।
পরে নূর খান সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার নানা দিক আলোচনায় স্থান পেয়েছে।
কল্পনা আক্তার বলেন, শ্রম আইনসহ ও তৈরি পোশাক শিল্পের কর্মীদের আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে করা মামলার হালচালসহ বিভিন্ন বিষয়ে লু জানতে চেয়েছেন।
মানবাধিকার কর্মীরা বৈঠকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুক্তরাষ্ট্রের ভূমিকারও সমালোচনা করেন।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ডোনাল্ড লুর সফরসঙ্গী মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা নেট হেফট ও সারা অলড্রিচ বৈঠকে উপস্থিত ছিলেন।
বুধবার (১৫ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মামুনের সঙ্গে ডোনাল্ড লুর আলাদা বৈঠক করার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তাঁর ঢাকা সফরের প্রথম দিন বিভিন্ন বৈঠকে রাজনৈতিক ও নাগরিক অধিকার, বিশেষ করে শ্রমমান ও মানবাধিকার হালচাল প্রসঙ্গে আলাপ করেছেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকে এসব বিষয়ে খোঁজখবর নেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই ডোনাল্ড লুর প্রথম ঢাকা সফর। তাঁর সঙ্গে বৈঠকে কী কথা হয়েছে, এমন প্রশ্নের জবাবে সালমান রহমান প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল সরকারের সঙ্গে সম্পর্ক ভালো করার আগ্রহের কথা জানিয়েছে।
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের জারি করা ভিসা নীতিসহ ‘ভুল বোঝাবুঝির’ বিষয়গুলো এবং চীনের আঞ্চলিক প্রভাব বৃদ্ধির প্রসঙ্গ কোনো পক্ষই তোলেনি, এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
সালমান এফ রহমান বলেন, নির্বাচনের আগে ও পরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন সরকারের নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি ছিল। তা সত্ত্বেও সম্পর্ক উন্নয়নে তাঁদের মনোভাবকে সরকার স্বাগত জানিয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মান অনুযায়ী শ্রম আইনের সংস্কার, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভারত, ভুটান, নেপাল ও বাংলাদেশের মধ্যে বিদ্যুতের আঞ্চলিক অবকাঠামো তৈরি, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন প্রসঙ্গেও মার্কিন প্রতিনিধি দলটির সঙ্গে কথা হয়েছে।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যকার সম্পর্ক নিবিড় করার ওপর জোর দিয়েছে।
এর আগে মঙ্গলবার (১৪ মে) বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে ডোনাল্ড লুর আলোচনায় স্থান পায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, নাগরিক অধিকার, শ্রমমান, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও ফিলিস্তিন প্রসঙ্গ।
এতে অংশ নেন ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম, মানবাধিকার কর্মী নূর খান, বাংলাদেশ সেন্টার ফর উইমেন ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার ও জলবায়ু কর্মী সোহানুর রহমান।
পরে নূর খান সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার নানা দিক আলোচনায় স্থান পেয়েছে।
কল্পনা আক্তার বলেন, শ্রম আইনসহ ও তৈরি পোশাক শিল্পের কর্মীদের আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে করা মামলার হালচালসহ বিভিন্ন বিষয়ে লু জানতে চেয়েছেন।
মানবাধিকার কর্মীরা বৈঠকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুক্তরাষ্ট্রের ভূমিকারও সমালোচনা করেন।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ডোনাল্ড লুর সফরসঙ্গী মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা নেট হেফট ও সারা অলড্রিচ বৈঠকে উপস্থিত ছিলেন।
বুধবার (১৫ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মামুনের সঙ্গে ডোনাল্ড লুর আলাদা বৈঠক করার কথা রয়েছে।
এজেন্সিগুলোর গাফিলতির কারণে চলতি বছর প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তির হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারির পর তৎপরতা বাড়িয়েছে এজেন্সিগুলো। এতে অনিশ্চয়তা প্রায় কেটে গেছে। হজযাত্রীদের ভিসাপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
১২ মিনিট আগেজাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে (২০২৫-২৯) মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাটিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় মেক্সিকোর অনাবাসিক
২৮ মিনিট আগেজুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি–সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির...
২ ঘণ্টা আগেনিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) আসন্ন নির্বাচনে প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থী হয়েছেন ৩৮ জন। গতকাল শনিবার বিকেলে যাচাই-বাছাই শেষে রাতে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে নির্বাচন
৩ ঘণ্টা আগে