নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তাঁর ঢাকা সফরের প্রথম দিন বিভিন্ন বৈঠকে রাজনৈতিক ও নাগরিক অধিকার, বিশেষ করে শ্রমমান ও মানবাধিকার হালচাল প্রসঙ্গে আলাপ করেছেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকে এসব বিষয়ে খোঁজখবর নেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই ডোনাল্ড লুর প্রথম ঢাকা সফর। তাঁর সঙ্গে বৈঠকে কী কথা হয়েছে, এমন প্রশ্নের জবাবে সালমান রহমান প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল সরকারের সঙ্গে সম্পর্ক ভালো করার আগ্রহের কথা জানিয়েছে।
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের জারি করা ভিসা নীতিসহ ‘ভুল বোঝাবুঝির’ বিষয়গুলো এবং চীনের আঞ্চলিক প্রভাব বৃদ্ধির প্রসঙ্গ কোনো পক্ষই তোলেনি, এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
সালমান এফ রহমান বলেন, নির্বাচনের আগে ও পরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন সরকারের নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি ছিল। তা সত্ত্বেও সম্পর্ক উন্নয়নে তাঁদের মনোভাবকে সরকার স্বাগত জানিয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মান অনুযায়ী শ্রম আইনের সংস্কার, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভারত, ভুটান, নেপাল ও বাংলাদেশের মধ্যে বিদ্যুতের আঞ্চলিক অবকাঠামো তৈরি, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন প্রসঙ্গেও মার্কিন প্রতিনিধি দলটির সঙ্গে কথা হয়েছে।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যকার সম্পর্ক নিবিড় করার ওপর জোর দিয়েছে।
এর আগে মঙ্গলবার (১৪ মে) বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে ডোনাল্ড লুর আলোচনায় স্থান পায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, নাগরিক অধিকার, শ্রমমান, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও ফিলিস্তিন প্রসঙ্গ।
এতে অংশ নেন ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম, মানবাধিকার কর্মী নূর খান, বাংলাদেশ সেন্টার ফর উইমেন ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার ও জলবায়ু কর্মী সোহানুর রহমান।
পরে নূর খান সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার নানা দিক আলোচনায় স্থান পেয়েছে।
কল্পনা আক্তার বলেন, শ্রম আইনসহ ও তৈরি পোশাক শিল্পের কর্মীদের আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে করা মামলার হালচালসহ বিভিন্ন বিষয়ে লু জানতে চেয়েছেন।
মানবাধিকার কর্মীরা বৈঠকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুক্তরাষ্ট্রের ভূমিকারও সমালোচনা করেন।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ডোনাল্ড লুর সফরসঙ্গী মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা নেট হেফট ও সারা অলড্রিচ বৈঠকে উপস্থিত ছিলেন।
বুধবার (১৫ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মামুনের সঙ্গে ডোনাল্ড লুর আলাদা বৈঠক করার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তাঁর ঢাকা সফরের প্রথম দিন বিভিন্ন বৈঠকে রাজনৈতিক ও নাগরিক অধিকার, বিশেষ করে শ্রমমান ও মানবাধিকার হালচাল প্রসঙ্গে আলাপ করেছেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকে এসব বিষয়ে খোঁজখবর নেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই ডোনাল্ড লুর প্রথম ঢাকা সফর। তাঁর সঙ্গে বৈঠকে কী কথা হয়েছে, এমন প্রশ্নের জবাবে সালমান রহমান প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল সরকারের সঙ্গে সম্পর্ক ভালো করার আগ্রহের কথা জানিয়েছে।
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের জারি করা ভিসা নীতিসহ ‘ভুল বোঝাবুঝির’ বিষয়গুলো এবং চীনের আঞ্চলিক প্রভাব বৃদ্ধির প্রসঙ্গ কোনো পক্ষই তোলেনি, এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
সালমান এফ রহমান বলেন, নির্বাচনের আগে ও পরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন সরকারের নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি ছিল। তা সত্ত্বেও সম্পর্ক উন্নয়নে তাঁদের মনোভাবকে সরকার স্বাগত জানিয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মান অনুযায়ী শ্রম আইনের সংস্কার, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভারত, ভুটান, নেপাল ও বাংলাদেশের মধ্যে বিদ্যুতের আঞ্চলিক অবকাঠামো তৈরি, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন প্রসঙ্গেও মার্কিন প্রতিনিধি দলটির সঙ্গে কথা হয়েছে।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যকার সম্পর্ক নিবিড় করার ওপর জোর দিয়েছে।
এর আগে মঙ্গলবার (১৪ মে) বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে ডোনাল্ড লুর আলোচনায় স্থান পায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, নাগরিক অধিকার, শ্রমমান, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও ফিলিস্তিন প্রসঙ্গ।
এতে অংশ নেন ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম, মানবাধিকার কর্মী নূর খান, বাংলাদেশ সেন্টার ফর উইমেন ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার ও জলবায়ু কর্মী সোহানুর রহমান।
পরে নূর খান সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার নানা দিক আলোচনায় স্থান পেয়েছে।
কল্পনা আক্তার বলেন, শ্রম আইনসহ ও তৈরি পোশাক শিল্পের কর্মীদের আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে করা মামলার হালচালসহ বিভিন্ন বিষয়ে লু জানতে চেয়েছেন।
মানবাধিকার কর্মীরা বৈঠকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুক্তরাষ্ট্রের ভূমিকারও সমালোচনা করেন।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ডোনাল্ড লুর সফরসঙ্গী মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা নেট হেফট ও সারা অলড্রিচ বৈঠকে উপস্থিত ছিলেন।
বুধবার (১৫ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মামুনের সঙ্গে ডোনাল্ড লুর আলাদা বৈঠক করার কথা রয়েছে।
কৃষি খাতে রাষ্ট্রীয় ভর্তুকি বিতরণে স্বচ্ছতার জন্য কৃষকদের স্মার্ট কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ইতিমধ্যে পার্টনার প্রকল্পের আওতায় ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। গত ৩০ জানুয়ারি ছিল এ বিষয়ে অংশীজনদের মতামত জানানোর শেষ দিন।
২ ঘণ্টা আগেহাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মরিয়ম কনস্ট্রাকশনের নামে তিন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আলম আহমেদ। সেই টাকায় রাজধানীর তেজগাঁওয়ে গড়ে তুলেছেন তারকা হোটেল ‘হলিডে ইন’। বছরের পর বছর হোটেল ব্যবসাও করছে, কিন্তু ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করেননি। তিন ব্যাংকের প্রায় দেড় হাজার কোটি টাকা পরিশোধ না করে পাড়ি...
২ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাই রাজধানীর বাংলাবাজারের সৃজনশীল প্রকাশনীগুলো বন্ধ থাকার কথা। কিন্তু পরদিন থেকে বইমেলার শুরু; এ কারণে প্রকাশকদের ব্যস্ততার শেষ নেই। পিকআপ ও ভ্যানে ওঠানো হচ্ছে নতুন বই। ছাপা, বাঁধাইয়ের কর্মী, শ্রমিক সবাই ব্যস্ত প্রথম দিনে নতুন বই পাঠকের সামনে তুলে ধরার কাজে। গতকাল রাতভ
৮ ঘণ্টা আগেজ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বেড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ১ টাকা বেড়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে ১০৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা ও পেট্রল ১২২ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে...
১৩ ঘণ্টা আগে