নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নারকীয় গণহত্যা এবং সে রাতে শহীদ হওয়া জাতির সূর্যসন্তানদের স্মরণে এক মিনিটের 'ব্ল্যাক আউট' কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি পালন করা হয়। হাসপাতাল ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবা প্রতিষ্ঠান জরুরি স্থাপনা ও চলমান যানবাহন প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচির আওতামুক্ত ছিল।
জাতীয় দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে ১ মিনিট ব্ল্যাক আউটের সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর, সব জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভূমিকা পালন করেছে। এ সময় বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্বলন ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে ২৫ শে মার্চের কালরাতে শহীদদের স্মরণ করেছে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ।
বাঙালির স্বাধীনতা আন্দোলনের টুটি চেপে ধরতে পাকিস্তানি বাহিনী ১৯৭২ সালের ২৫ শে মার্চ রাতে নিরস্ত্র বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে। অপারেশন সার্চলাইট নামে রাজধানী ঢাকায় চালানো হয় নারকীয় গণহত্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, ইস্ট পাকিস্তান রেজিমেন্টসহ দেশের বিভিন্ন স্থানে এ গণহত্যা সংগঠিত হয়। মার্চের শুরুতে মেজর জেনারেল খাদিম হুসাইন রাজা এবং মেজর জেনারেল রাও ফরমান আলি এই অপারেশনের মূল পরিকল্পনা তৈরি করেন।
২০১৭ সাল থেকে সরকার ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে। এ দিবসকে কেন্দ্র করে ২০১৮ সাল থেকে ২৫ মার্চ রাতে ১ মিনিটের ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়। এ সময় সরকারিভাবে বিদ্যুৎ বন্ধ না করা হলেও ২৫ মার্চের কালরাতে শহীদদের স্মরণে সবাইকে নিজ নিজ উদ্যোগে এক মিনিট বিদ্যুৎ বন্ধ রাখার সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নারকীয় গণহত্যা এবং সে রাতে শহীদ হওয়া জাতির সূর্যসন্তানদের স্মরণে এক মিনিটের 'ব্ল্যাক আউট' কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি পালন করা হয়। হাসপাতাল ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবা প্রতিষ্ঠান জরুরি স্থাপনা ও চলমান যানবাহন প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচির আওতামুক্ত ছিল।
জাতীয় দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে ১ মিনিট ব্ল্যাক আউটের সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর, সব জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভূমিকা পালন করেছে। এ সময় বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্বলন ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে ২৫ শে মার্চের কালরাতে শহীদদের স্মরণ করেছে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ।
বাঙালির স্বাধীনতা আন্দোলনের টুটি চেপে ধরতে পাকিস্তানি বাহিনী ১৯৭২ সালের ২৫ শে মার্চ রাতে নিরস্ত্র বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে। অপারেশন সার্চলাইট নামে রাজধানী ঢাকায় চালানো হয় নারকীয় গণহত্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, ইস্ট পাকিস্তান রেজিমেন্টসহ দেশের বিভিন্ন স্থানে এ গণহত্যা সংগঠিত হয়। মার্চের শুরুতে মেজর জেনারেল খাদিম হুসাইন রাজা এবং মেজর জেনারেল রাও ফরমান আলি এই অপারেশনের মূল পরিকল্পনা তৈরি করেন।
২০১৭ সাল থেকে সরকার ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে। এ দিবসকে কেন্দ্র করে ২০১৮ সাল থেকে ২৫ মার্চ রাতে ১ মিনিটের ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়। এ সময় সরকারিভাবে বিদ্যুৎ বন্ধ না করা হলেও ২৫ মার্চের কালরাতে শহীদদের স্মরণে সবাইকে নিজ নিজ উদ্যোগে এক মিনিট বিদ্যুৎ বন্ধ রাখার সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬৬৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪৬৮ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৩৭ জনকে।
১২ ঘণ্টা আগেপুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীতে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১২ ঘণ্টা আগে১৮৬১ সালের পুলিশ আইনেই গন্ডগোল আছে উল্লেখ করে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, সংস্কার কমিশন পুলিশের বিষয়ে বলছে অনেক বিষয় পরীক্ষা–নিরীক্ষা দরকার। পরীক্ষা-নিরীক্ষা যদি দরকার হয়, তাহলে এই সংস্কার কমিশনের কী দরকার। অথচ গন্ডগোল ১৮৬১ সালের পুলিশ আইনে। তা নিয়ে সংস্কার কমিশন কিছু বলছে না।
১৪ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে রাজারবাগে পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম। ‘নাগরিক ভাবনায় জনতার পুলিশ: নিরাপত্তা ও আস্থার বন্ধন’ শীর্ষক আলোচনায় তিনি বিশেষ আলোচক হিসেবে এসব বক্তব্য দেন...
১৫ ঘণ্টা আগে