Ajker Patrika

ঢাকা সফরে যুক্তরাষ্ট্রের ভারত-প্রশান্ত মহাসাগরীয় নীতির সমালোচনায় লাভরভ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১১: ১০
Thumbnail image

যুক্তরাষ্ট্রের ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নীতির তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া রাশিয়া বিশ্বের অন্যান্য অঞ্চলে বন্ধুত্বের হাত বাড়াতে চাইছে। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরবের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করার পরও আমাদের বাংলাদেশি বন্ধুরা তাদের পররাষ্ট্রনীতিতে নিজেদের জাতীয় স্বার্থ হাসিলের বিষয়টি বজায় রেখেছে।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা তথাকথিত ইন্দো-প্যাসিফিক কৌশল ব্যবহার করে সত্যিই এই অঞ্চলে তাদের স্বার্থ প্রচারের চেষ্টা করছে। তাদের লক্ষ্য স্পষ্টতই চীনকে আটকে ফেলা এবং রাশিয়াকে এই অঞ্চলে বিচ্ছিন্ন করে রাখা।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিবর্তে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে দুই দিনের সফরে ঢাকায় আসেন লাভরভ। ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, ‘ঢাকা ও মস্কো বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছে।’ 

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে লাভরভ বলেন, তাদের ফিরে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমার যে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে, তার প্রতি রাশিয়ার সমর্থন আছে। বাইরের অন্য শক্তিগুলো বড়জোর ফেরার অনুকূল পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে, যেমনটি রাশিয়া করছে। মিয়ানমারের নাম উল্লেখ না করে লাভরভ বলেন, কিছু বিদেশি শক্তি একটি দেশের ওপর রোহিঙ্গা বিষয়ে যে চাপ সৃষ্টি করে চলেছে, তা গ্রহণযোগ্য নয়। 

বাংলাদেশ সরকার অনুরোধ করায় এখানকার শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানো হবে বলে তিনি জানান। রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দ্বিপক্ষীয় কোনো স্মারক অথবা চুক্তি সই হয়নি। 

কমবেশি ১৬ ঘণ্টার সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে জাকার্তা থেকে ঢাকায় পৌঁছান। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক থাকলেও গত ৫২ বছর দেশটি থেকে এটাই সর্বোচ্চ পর্যায়ের সফর। লাভরভ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকাল ১০টায় দিল্লির পথে ঢাকা ত্যাগের কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত