Ajker Patrika

ড. ইউনূসের সঙ্গে মিয়ানমার সরকারপ্রধান মিন অং হ্লাইংয়ের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৩: ১৫
ড. মুহাম্মদ ইউনূস ও জেনারেল মিন অং হ্লাইং। ছবি: সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূস ও জেনারেল মিন অং হ্লাইং। ছবি: সংগৃহীত

মিয়ানমার ইউনিয়নের রাষ্ট্রীয় প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংগ্রি–লা হোটেলে গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মিয়ানমারের প্রধানমন্ত্রী।

আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাক্ষাতে অধ্যাপক ইউনূস গত ২৮ মার্চ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় মিয়ানমারের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। বাংলাদেশ থেকে মানবিক সহায়তা প্রদান এবং মিয়ানমারে বাংলাদেশি উদ্ধারকারী দল পাঠানোর বিষয়েও আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা আরও মানবিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি। আমাদের জাহাজ প্রস্তুত রয়েছে।’

মিয়ানমারের প্রধানমন্ত্রী বিমসটেকের চেয়ারম্যান পদ গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের নেতৃত্বে আঞ্চলিক এই জোট নতুন গতি পাবে।

উল্লেখ্য, মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের উদ্ধারকারী ও মেডিকেল টিম এরই মধ্যে সেখানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। অনুসন্ধান ও উদ্ধারকারী দল মিয়ানমারের রাজধানী নেপিডোয় জুবু থিরি টাউনশিপ এবং নেপিডো এলাকার কয়েকটি ভবনে উদ্ধার অভিযান শুরু করেছে। বাংলাদেশের চিকিৎসা দল বালা থেইড্ডি নামক এলাকায় নির্মাণাধীন ৫০ শয্যাবিশিষ্ট একটি সরকারি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত