Ajker Patrika

ডিআইজি মোল্যা নজরুলসহ দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিআইজি মোল্যা নজরুলসহ দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশ পুলিশের ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে বরখাস্ত করেছে সরকার। এছাড়া সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানকেও বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মোল্যা নজরুল ইসলামের (ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে সংযুক্ত) বিরুদ্ধে গুলশান থানায় গত বছরের অক্টোবর হত্যাচেষ্টা মামলা হয়েছে। ওই মামলায় গত ৯ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০২৫ সালে ৯ ফেব্রুয়ারি তারিখে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন তিনি।

আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে (বর্তমানে পুলিশ সুপার, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত) গোপালগঞ্জ মডেল থানার মামলায় গত ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। আদালতে পাঠানো হলে তাঁকে সিলেট জেলা কারাগারে প্রেরণ করেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আব্দুল মান্নানকে ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারার (২) উপধারায় বলা হয়েছে, কোনো কর্মচারী দেনার দায়ে আটক থাকলে বা ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ আটক বা গ্রেপ্তার ব্যক্তিকে সাময়িক দরখাস্ত করতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত