নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারত সফর নিয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় লিখিত বক্তব্যের পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়ন প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তিস্তার বিষয়ে আমরা প্রজেক্ট নিচ্ছি। নদীতে ড্রেজিং করা, পাঁড় বাধানো, পানি সংরক্ষণ নিয়ে আলোচনা হয়েছে। গঙ্গা চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে। ওই সময় ওই চুক্তি যদি নবায়ন না-ও হয়, তাহলেও চুক্তি কিন্তু অব্যাহত থাকবে।’
মমতা ব্যানার্জি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি, একটি টেকনিক্যাল গ্রুপ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এটা বলেছেন। মমতা ব্যানার্জির ক্ষোভ যে, ওনার সঙ্গে আলোচনা করে এটা করা হয়নি। উনি তো ছিলেন না দিল্লিতে। আমি নিজেই ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু উনি ছিলেন না। উনি থাকলে নিশ্চয়ই ওনাকে নিয়েই আলোচনা করতাম। অন্তত আমি করতাম।’
তিনি আরও বলেন, ‘আগে যে ফোন নম্বর ছিল...ওনার (মমতা ব্যানার্জি) একটা মোবাইল নম্বর ছিল। নির্বাচনে যখন বিজয়ী হয়েছিলেন তখনো চেষ্টা করেছিলাম, তখন শুনেছিলাম—এখন আর মোবাইল ফোন ব্যবহার করেন না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কথা হলো, কাউকে বাদ দিয়ে হবে না। টেকনিক্যাল গ্রুপ আসবে, আলোচনা করবে, কথা বলবে, তারপর সমঝোতা হবে। মমতা ব্যানার্জি চিঠি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে। এটা তাঁদের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে আমার তো কিছু বলার নেই। এ ব্যাপারে আমার কোনো নাক গলানোর দরকারও নেই। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। একটা কথা বলতে পারি, ভারতের দলমত-নির্বিশেষে সবার সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে।’
তিস্তা প্রকল্প প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘তিস্তা প্রকল্প করার জন্য ভারত সহযোগিতা করবে। আমাদের যৌথ কমিটি হবে। কীভাবে তিস্তা...এটা শুধু পানি ভাগাভাগির বিষয় না। গোটা তিস্তা নদীটাকে পুনরুজ্জীবিত করে, উত্তরাঞ্চলে সেচের ব্যবস্থা করা। যাতে অধিক ফসল হয় নেভিগেশনের ব্যবস্থা করা, সেটাই আমরা করব। এটাই সিদ্ধান্ত। গঙ্গার পানি চুক্তি নবায়নের জন্য আলোচনা হবে। তাদের টেকনিক্যাল গ্রুপ আসবে, দেখবে এবং এটা হবে।’
ভারত সফর নিয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় লিখিত বক্তব্যের পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়ন প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তিস্তার বিষয়ে আমরা প্রজেক্ট নিচ্ছি। নদীতে ড্রেজিং করা, পাঁড় বাধানো, পানি সংরক্ষণ নিয়ে আলোচনা হয়েছে। গঙ্গা চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে। ওই সময় ওই চুক্তি যদি নবায়ন না-ও হয়, তাহলেও চুক্তি কিন্তু অব্যাহত থাকবে।’
মমতা ব্যানার্জি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি, একটি টেকনিক্যাল গ্রুপ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এটা বলেছেন। মমতা ব্যানার্জির ক্ষোভ যে, ওনার সঙ্গে আলোচনা করে এটা করা হয়নি। উনি তো ছিলেন না দিল্লিতে। আমি নিজেই ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু উনি ছিলেন না। উনি থাকলে নিশ্চয়ই ওনাকে নিয়েই আলোচনা করতাম। অন্তত আমি করতাম।’
তিনি আরও বলেন, ‘আগে যে ফোন নম্বর ছিল...ওনার (মমতা ব্যানার্জি) একটা মোবাইল নম্বর ছিল। নির্বাচনে যখন বিজয়ী হয়েছিলেন তখনো চেষ্টা করেছিলাম, তখন শুনেছিলাম—এখন আর মোবাইল ফোন ব্যবহার করেন না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কথা হলো, কাউকে বাদ দিয়ে হবে না। টেকনিক্যাল গ্রুপ আসবে, আলোচনা করবে, কথা বলবে, তারপর সমঝোতা হবে। মমতা ব্যানার্জি চিঠি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে। এটা তাঁদের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে আমার তো কিছু বলার নেই। এ ব্যাপারে আমার কোনো নাক গলানোর দরকারও নেই। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। একটা কথা বলতে পারি, ভারতের দলমত-নির্বিশেষে সবার সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে।’
তিস্তা প্রকল্প প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘তিস্তা প্রকল্প করার জন্য ভারত সহযোগিতা করবে। আমাদের যৌথ কমিটি হবে। কীভাবে তিস্তা...এটা শুধু পানি ভাগাভাগির বিষয় না। গোটা তিস্তা নদীটাকে পুনরুজ্জীবিত করে, উত্তরাঞ্চলে সেচের ব্যবস্থা করা। যাতে অধিক ফসল হয় নেভিগেশনের ব্যবস্থা করা, সেটাই আমরা করব। এটাই সিদ্ধান্ত। গঙ্গার পানি চুক্তি নবায়নের জন্য আলোচনা হবে। তাদের টেকনিক্যাল গ্রুপ আসবে, দেখবে এবং এটা হবে।’
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অগ্রবর্তী নির্বাচন পর্যবেক্ষক দল নির্বাচনপূর্ববর্তী পরিবেশ দেখতে সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
৪৩ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রোববার এনসিপি বলে গেছে নির্বাচন কমিশনের (ইসি) মেরুদণ্ড নেই। বিষয়টি নজরে আনলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ পাল্টা প্রশ্ন করেন-মেরুদণ্ড না থাকলে সোজা হয়ে দাঁড়িয়ে আছি কীভাবে?
১ ঘণ্টা আগেসাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ মারা গেছেন। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের অভিজাত চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগেধর্মভিত্তিক রাজনীতির প্রভাব গত এক বছরে অনেক বেশি বেড়েছে। তথ্য প্রকাশ ও মতপ্রকাশের স্বাধীনতা এখনো বাধার মুখে রয়েছে। অনেক ক্ষেত্রে সহিংসতা ও বলপ্রয়োগের কারণে নারীর অধিকার, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে, যা বৈষম্যবিরোধী চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এ ছাড়া সংস্কার নিয়ে ঐকমত্য না হওয়ায়...
৩ ঘণ্টা আগে