নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটভুক্ত (বিমসটেক) দেশগুলোর তরুণদের মধ্যে সম্পৃক্ততা বাড়াতে একটি যুব উৎসব আয়োজনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডেকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।
আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনের শেষে মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের পরবর্তী ঢাকা সম্মেলনে আলাদাভাবে যুবসমাবেশ আয়োজনের ওপর জোর দেন। তিনি বলেন, ‘যখন বিমসটেক নেতারা মিলিত হবেন, তখন আমাদের তরুণদের জন্য একটি পৃথক সম্মেলন আয়োজন করা উচিত। এটি সদস্য দেশগুলোর যুবসমাজকে একত্রিত করবে।’
প্রধান উপদেষ্টা বলেন, বিমসটেকের উচিত একটি যুব উৎসব আয়োজন করা, যেখানে প্রতিটি দেশ ভূমিকা রাখবে ও একটি দেশ নেতৃত্ব দেবে। এই আয়োজন তরুণদের মধ্যে সংযোগ আরও গভীর করবে।
প্রধান উপদেষ্টার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে বলেন, ‘এটি চমৎকার একটি উদ্যোগ! আমরা এগুলো বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেব।’
প্রধান উপদেষ্টা বিমসটেক মহাসচিবের কাছে সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা সম্পর্কেও জানতে চান। এ বিষয়ে মহাসচিব জানান, ২১ বছর ধরে কোনো বাণিজ্য ও বাণিজ্যমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়নি, সর্বশেষ বৈঠক হয়েছিল ২০০৪ সালে। তিনি বলেন, ‘এ দীর্ঘবিরতির পর বাণিজ্যমন্ত্রীদের বৈঠক আয়োজনের জন্য আমরা কাজ করছি।’
প্রধান উপদেষ্টা বিমসটেকের কার্যক্রম আরও ফলপ্রসূ করতে বার্ষিক সভার ক্যালেন্ডার প্রস্তুতেরও নির্দেশ দেন। আজ অনুষ্ঠিত বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে সাতটি সদস্য দেশের রাষ্ট্রপ্রধানেরা উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা বিমসটেকের চেয়ারম্যান পদ ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন।
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটভুক্ত (বিমসটেক) দেশগুলোর তরুণদের মধ্যে সম্পৃক্ততা বাড়াতে একটি যুব উৎসব আয়োজনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডেকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।
আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনের শেষে মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের পরবর্তী ঢাকা সম্মেলনে আলাদাভাবে যুবসমাবেশ আয়োজনের ওপর জোর দেন। তিনি বলেন, ‘যখন বিমসটেক নেতারা মিলিত হবেন, তখন আমাদের তরুণদের জন্য একটি পৃথক সম্মেলন আয়োজন করা উচিত। এটি সদস্য দেশগুলোর যুবসমাজকে একত্রিত করবে।’
প্রধান উপদেষ্টা বলেন, বিমসটেকের উচিত একটি যুব উৎসব আয়োজন করা, যেখানে প্রতিটি দেশ ভূমিকা রাখবে ও একটি দেশ নেতৃত্ব দেবে। এই আয়োজন তরুণদের মধ্যে সংযোগ আরও গভীর করবে।
প্রধান উপদেষ্টার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে বলেন, ‘এটি চমৎকার একটি উদ্যোগ! আমরা এগুলো বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেব।’
প্রধান উপদেষ্টা বিমসটেক মহাসচিবের কাছে সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা সম্পর্কেও জানতে চান। এ বিষয়ে মহাসচিব জানান, ২১ বছর ধরে কোনো বাণিজ্য ও বাণিজ্যমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়নি, সর্বশেষ বৈঠক হয়েছিল ২০০৪ সালে। তিনি বলেন, ‘এ দীর্ঘবিরতির পর বাণিজ্যমন্ত্রীদের বৈঠক আয়োজনের জন্য আমরা কাজ করছি।’
প্রধান উপদেষ্টা বিমসটেকের কার্যক্রম আরও ফলপ্রসূ করতে বার্ষিক সভার ক্যালেন্ডার প্রস্তুতেরও নির্দেশ দেন। আজ অনুষ্ঠিত বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে সাতটি সদস্য দেশের রাষ্ট্রপ্রধানেরা উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা বিমসটেকের চেয়ারম্যান পদ ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন।
কানাডায় বাংলা ভাষাভাষী ও শিখধর্মাবলম্বীসহ নানা জাতিগোষ্ঠী পয়লা বৈশাখ পালন করেছেন। ১৪ এপ্রিল কিংস্টন শহরে শিখ ও বাংলাদেশি বংশোদ্ভূতরা বরণ করে নেন বাংলা নতুন বছরকে। এ উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি সস্ত্রীক শিখদের ধর্মীয় উপাসনালয় সফর ও ব্রত পালন করেছেন।
১৭ মিনিট আগেদীর্ঘ ১৫ বছর পর আবারও পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিতব্য এই বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য, পর্যটন, রোহিঙ্গা সংকট, সাংস্কৃতিক বিনিময়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এ বৈঠকটি ইসলামাবাদের আগ্রহে আয়োজিত
১ ঘণ্টা আগেস্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যেমে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এলডিসি উত্তরণবিষয়ক এক সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন।
২ ঘণ্টা আগেভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ত্রাণসহায়তা শেষে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’ আজ দেশে ফিরেছে। জাহাজে ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা দল এবং মিয়ানমারে আটকে পড়া ২০ বাংলাদেশি নাগরিকও ছিলেন।
৩ ঘণ্টা আগে