Ajker Patrika

ফাঁক-ফোকরে মিয়ানমারের দুর্গম এলাকা থেকে কোরবানির পশু ঢুকছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ১৮ জুন ২০২৩, ১৮: ৪৬
ফাঁক-ফোকরে মিয়ানমারের দুর্গম এলাকা থেকে কোরবানির পশু ঢুকছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, মিয়ানমারের দুর্গম এলাকা থেকে কোরবানির পশু ফাঁক-ফোকর দিয়ে ঢুকে পড়ছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক–মহাসড়কে কোনো অবস্থাতেই পশুর হাট বসতে দেওয়া হবে না। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গার্মেন্টস কর্মীদের জুন মাসের ১৫ দিনের বেতন এবং ঈদ বোনাস দিয়ে ছুটি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং গার্মেন্টস মালিকেরাও সে বিষয়টি মেনে নিয়েছে। 

ঈদুল আজহাকে কেন্দ্র করে যানবাহনের অতিরিক্ত ভাড়া যেন না নেওয়া হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের ২৪টি স্থান অতিরিক্ত যানজট ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

আসাদুজ্জামান খান কামাল বলেন, পশুবাহী যানবাহন যে হাটে যাবে সেটি ব্যানারে লেখা থাকবে। পথে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পশুবাহী কোনো যানবাহন থামাতে পারবে না। কোনো নির্দিষ্ট হাটের বাইরে জোরপূর্বক পশুবাহী গাড়ি ঢোকানো হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত