Ajker Patrika

ব্রিটিশ সম্মানসূচক এমবিই পেলেন বাংলাদেশের নাগরিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৯: ২৬
ব্রিটিশ সম্মানসূচক এমবিই পেলেন বাংলাদেশের নাগরিক

ব্রিটিশ সম্মানসূচক মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) পেয়েছেন বাংলাদেশের নাগরিক ডা. শেহলিনা আহমেদ। তিনি হাইকমিশনের সাবেক কর্মী। 

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। সেখানে বলা হয়েছে, আজ ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ডা. আহমেদকে এই সম্মানে ভূষিত করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. শেহলিনা আহমেদকে বাংলাদেশে স্বাস্থ্য খাতের উন্নয়নে সেবার জন্য ২০২২ সালে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। ডা. শেহলিনা আহমেদ ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাজ্য সরকারের নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নতির জন্য এই সম্মানসূচক এমবিই পেয়েছেন। 

বলা হয়েছে, ব্রিটিশ হাইকমিশন ও তৎকালীন ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) সঙ্গে তাঁর ১৩ বছরের কর্মজীবন, ডা. আহমেদ বাংলাদেশের দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার উন্নতিতে যুক্তরাজ্যের সহায়তা প্রদানের জন্য কাজ করেছিলেন। তাঁর অবদান দেশের স্বাস্থ্য খাতে ব্যাপকভাবে স্বীকৃত। 

সারাহ কুক বলেছেন, ‘আমি প্রয়াত মহামান্য রানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে ডা. শেহলিনা আহমেদকে পুরস্কারটি প্রদান করতে পেরে আনন্দিত। আমি এর আগে তাঁর সঙ্গে কাজ করতে পেরে আনন্দ পেয়েছি এবং তাঁর চমৎকার কাজ দেখেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত