Ajker Patrika

বকেয়া পরিশোধের আশ্বাসে রেলপথ ছাড়ল গেটকিপার-ওয়েম্যানরা, ট্রেন চলাচল শুরু

আজকের পত্রিকা ডেস্ক­
বকেয়া পরিশোধের আশ্বাসে রেলপথ ছেড়েছেন গেটকিপার-ওয়েম্যানরা। এতে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা
বকেয়া পরিশোধের আশ্বাসে রেলপথ ছেড়েছেন গেটকিপার-ওয়েম্যানরা। এতে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

আগামী বৃহস্পতিবারের মধ্যে রেলওয়ের অস্থায়ী গেটকিপার-ওয়েম্যানদের বেতন দেওয়া হবে, এমন আশ্বাসে রেলপথ ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। তবে এ সময়ের মধ্যে বেতন না পেলে আগামী রোববার আবারও আন্দোলনে নামবেন বলে সতর্ক করেছেন তারা।

আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে রেলপথ ছাড়েন তারা। ফলে তিন ঘণ্টা পর রাজধানী শহর ঢাকার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক হয়। আন্দোলনের পর বেলা ১টা ৫৫ মিনিটে প্রথম ট্রেন এফডিসি রেলক্রসিং পার হয়ে তেজগাঁও স্টেশন থেকে ঢাকা স্টেশনের দিকে যায়।

এর আগে আন্দোলনকারী গেটকিপার সাব্বির হোসেন বলেন, এখানে রেলওয়ে ঢাকা বিভাগীয় ম্যানেজার এসেছিলেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন আমাদের বেতনের টাকা তাদের কাছে অর্থ মন্ত্রণালয় থেকে এসেছে। বেতন হিসাব করে অনলাইনে ইনপুট দিতে আর একদিন সময় লাগবে। তারা বলেছে সর্বোচ্চ বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন হয়ে যাবে।

তিনি সতর্ক করে আরও বলেন, যদি বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন দেওয়া না হয় তবে রবিবার দিন সকালে আবারও এই আন্দোলন করা হবে। সেদিন কারও আশ্বাসে আমরা রেল লাইন ছেড়ে যাব না। আমাদের বেতন না হওয়া পর্যন্ত আমরা রেললাইন অবস্থান করব।

ঘটনাস্থলে থাকা রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ বলেন, তাদের যেখান থেকে বেতন দেওয়া হয় সেই বরাদ্দ না থাকাও আইবাস জটিলতার কারণে তাদের বেতন বকেয়া হয়ে গেছে। আমরা এখন বরাদ্দ পেয়েছি। শুধু আইবাসে ইনপুট দেওয়ার কাজটুকু বাকি আছে। আগামী দুই দিনের মধ্যে বেতন হয়ে যাবে। আমরা তাদের রেল পথ ছেড়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

মায়ের সঙ্গে ঝগড়ার জেরে বাবার হাতে খুন হলো নিষ্পাপ দুই শিশু

আবারও পুরান ঢাকায় প্রেমিকার বাসার সিঁড়িতে প্রেমিকের লাশ

ফুটবলে নব্বইয়ের দশকের উন্মাদনা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি: আসিফ মাহমুদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ