Ajker Patrika

মুক্ত গণতান্ত্রিক পরিবেশ ও মানবাধিকার সমুন্নত রাখতে ইইউর তাগিদ 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১১: ১৬
মুক্ত গণতান্ত্রিক পরিবেশ ও মানবাধিকার সমুন্নত রাখতে ইইউর তাগিদ 

২৭ দেশের জোট ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে চলমান সম্পর্কে গতি আনতে নতুন চুক্তি করবে। বৃহস্পতিবার ঢাকায় দ্বিপক্ষীয় রাজনৈতিক সংলাপ শেষে সাংবাদিকদের জানানো হয়েছে, প্রস্তাবিত চুক্তিটি এখনো আলোচনার পর্যায়ে আছে।

সংলাপে ইইউ বাংলাদেশে মুক্ত গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের বিকাশ, আইনের শাসনের মানোন্নয়ন এবং মানবাধিকার ও শ্রম পরিস্থিতির উন্নতি ঘটিয়ে সাধারণ মানুষের উদ্বেগ ও সংশয়ের অবসান ঘটানোর ওপর জোর দিয়েছে বলে সংশ্লিষ্ট কূটনীতিকেরা জানান।

আনুষ্ঠানিক সংলাপের পাশাপাশি অনানুষ্ঠানিক আলাপকালে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের বিকাশের জন্য সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের উপযুক্ত পরিবেশ তৈরিরও তাগিদ দিয়েছে ইইউ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এবং ইইউর ডেপুটি সেক্রেটারি জেনারেল এনরিকে মোরা নিজ নিজ পক্ষে সংলাপে নেতৃত্ব দেন। সংলাপের মাঝামাঝি পর্যায়ে এক ব্রিফিংয়ে তাঁরা নতুন চুক্তি স্বাক্ষরের প্রস্তুতির কথা জানান।

এনরিকে মোরা জানান, চুক্তিটি স্বাক্ষর করা সম্ভব হলে তা প্রতিরক্ষা, নিরাপত্তা, আন্তসংযোগ, জলবায়ু, ডিজিটাল ক্ষেত্রসহ সহযোগিতা বাড়াতে প্রতিটি ক্ষেত্রের জন্য ভিত্তি হিসেবে কাজে দেবে।

সংলাপে বাংলাদেশ পক্ষ স্বল্পোন্নত দেশ থেকে ২০২৯ সাল নাগাদ উন্নয়নশীল দেশে উত্তরণের পর অবাধ বাণিজ্যসুবিধা অব্যাহত রাখার ওপর জোর দিয়ে বলেছে, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এই সহযোগিতা প্রয়োজন হবে।

অন্যদিকে, ন্যায্য মজুরি নিশ্চিত করাসহ শ্রম পরিস্থিতির উন্নয়ন, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা, মানব পাচার বন্ধ করা, ইইউ অঞ্চল থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরানো এবং অর্থ পাচারসহ বিভিন্ন বিষয়ে তৎপর হতে বাংলাদেশ সরকারকে তাগিদ দেওয়া হয়েছে সংলাপে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত পক্ষ হিসেবে ইউক্রেনের নৈতিক অবস্থানের প্রতি বাংলাদেশের সমর্থন চেয়েছে ইইউ।

অন্যদিকে, মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের সে দেশে ফেরা নিশ্চিত করতে উদ্যোগী ভূমিকা পালনের জন্য তাগিদ দিয়েছে বাংলাদেশ পক্ষ।

সংলাপের পর উভয় পক্ষ একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। দ্বিতীয়ত, আগামী বছর রাজনৈতিক বিষয়ে ব্রাসেলসে অনুষ্ঠান আয়োজনে উভয় পক্ষ একমত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত